চন্দ্র আজ কর্কট রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এ ছাড়াও এ দিন রবি যোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও অশ্লেষা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। শুভ যোগের প্রভাবে আজ একাধিক রাশির ভাগ্যোন্নতি হবে। এই তালিকায় রয়েছে মেষ, কর্কট, সিংহ রাশির জাতকরা। এ ছাড়াও কিছু রাশির জাতকদের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অর্থ উপার্জনের সুযোগ পাবেন এই রাশির জাতকরা। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নিন।
মেষ রাশির ছাত্রছাত্রীদের আজ অধিক পরিশ্রম করতে হবে। পড়াশোনার প্রস্তুত নিচ্ছেন যাঁরা, তাঁদের পড়াশোনায় অধিক মনোনিবেশ করতে হবে। বিবাদের সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন, তা না-হলে ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে অবসাদ থাকবে। তাই অধিক অবসাদ নেবেন না। পরিজনদের সঙ্গে সময় কাটাবেন। এর ফলে অবসাদ কমবে।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। তবে তা সত্ত্বেও প্রেমীর জন্য সময় বের করবেন। সন্ধ্যাবেলা সুসংবাদ পেতে পারেন। লাভান্বিত হবেন বৃষ রাশির জাতকরা। অফিসে সতর্ক থাকুন, তখনই লোকসান থেকে মুক্তি পাবেন। আজ লগ্নি করলে ভবিষ্যতে লাভ হবে।
৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।
মিথুন রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় অধিক মনোনিবেশ করতে হবে। তখনই পরীক্ষায় সাফল্য লাভ সম্ভভ। ব্যবসায়ে নতুন প্রযুক্তি ব্যবহার করবেন। এর দ্বারা ভবিষ্যতে বিশেষ ভাবে লাভান্বিত হবেন মিথুন রাশির জাতকরা। দুপুরের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য রেতে পারেন। বাবার স্বাস্থ্যের যত্ন নিন।
ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
কর্কট রাশির জাতকরা নতুন পথ অবলম্বন করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ঝুঁকিপূর্ণ কাজের জন্য দিন অনুকূল নয়, আজ কোনও কাজে ঝুঁকি নেওয়ার পরিকল্পনা থাকলে, সেই কাজ বাতিল করুন। পরিবারে বিরোধীরা শান্ত হবে। কিন্তু তা সত্ত্বেও সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। সন্ধ্যাবেলা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশ চালিসা পাঠ করুন।
সিংহ রাশির জাতকরা নতুন চিন্তাভাবনা কার্যকরী করার চেষ্টা করুন। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। আত্মীয়দের সঙ্গে মতভেদ দূর করার জন্য সময় ভালো। বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যার দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। পারিবারিক বিবাদ সম্ভব। এই বিবাদে জড়াবেন না, নিজের বাণী মধুর রাখুন।
৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।
কন্যা রাশির জাতকদের আজ প্রচুর দৌড়ঝাপ করতে হবে। আজ যে কাজ করবেন, তার দ্বারা বিশেষ লাভ হবে। পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। ব্যবসায়ীরা সততার সঙ্গে কাজ করুন, এর ফলে প্রয়োজনে অন্যের সাহায্য পাবেন। ব্যবসায়িক যাত্রা বিশেষ ফলদায়ী।
ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায় দের সাহায্য করুন।
তুলা রাশির জাতকদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। চাকরিজীবীরা দলবদ্ধ ভাবে কাজ করার সুযোগ পাবেন। নতুন ব্যবসা শুরুর জন্য সময় ভালো নয়, তাই এই পরিকল্পনা আপাতত বিরত রাখুন। প্রেম জীবন মজবুত হবে। জীবনসঙ্গী আনন্দিত থাকবে।
ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
বৃশ্চিক রাশির জাতকরা ব্যবসায়ে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। শত্রু প্রবল হবে, তবে তাঁদের ওপর মনোনিবেশ করবেন না। রাজনীতিতে উন্নতির প্রবল যোগ রয়েছে। শুভ অনুষ্ঠানে যেতে পারেন। এখানে অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। তাঁদের সঙ্গে কোনও বিশেষ কাজের বিষয়ে আলোচনা করায় আপনার চিন্তা কমবে।
আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।
ধনু রাশির জাতকরা চাকরি ও ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন। এর পূর্ণ লাভ অর্জন করবেন। চাকরি ও ব্যবসায়ে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যা সম্ভব। দাম্পত্য জীবনের জন্য সময় ভালো। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসায়ে লাভ হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। বিষ্ণুর আরাধনা করুন।
মকর রাশির জাতকদের ওপর কাজের চাপ বাড়তে পারে। কোন কাজ আগে করবেন, কোনটি পরে করবেন, সেটি আপনাকেই চিহ্নিত করতে হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতভেদ সম্ভব। বাণী নিয়ন্ত্রণে রাখুন। কাজকর্মের পরিস্থিতি ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন এই রাশির জাতকরা। ছাত্রছাত্রীদের শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিতে হবে।
ভাগ্য আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ব্যয়ে পরিপূর্ণ থাকবে। কোনও বিশেষ বন্ধুর জন্য উপহার কিনতে পারেন। বাজেট অনুযায়ী কাজ করুন, তা না-হলে অর্থাভাবে জড়াতে পারেন। কর্মক্ষেত্রে নিজের সহকর্মীদের সঙ্গে মিলে কাজ করতে হবে। শত্রু সংখ্যা বাড়বে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে পারবেন।
ভাগ্য ৯৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
মীন রাশির জাতকরা অর্থের অপচয় রোধ করুন। পরিজনদের সঙ্গে সময় কাটান, এর ফলে পরিবারের সদস্যরাও প্রসন্ন হবেন। ব্যয় বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে, সতর্ক থাকুন। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।
আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মাছকে আটার গুলি খাওয়ান।