Last Update
আজ লক্ষ্মী নারায়ণ যোগে বাম্পার লাভ ৫ রাশির
চন্দ্র আজ সিংহ রাশিতে ভ্রমণ করছে। আজ রবি যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ ও মঘা নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হয়েছে। এই শুভ যোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পেয়েছে। ভাগ্যের সঙ্গ পাওয়ায় ধনলাভ হবে। কিন্তু আজ কিছু কিছু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, কারা লাভবান হবেন, কাদের ভোগান্তি বাড়বে, সে সবই জেনে নিন এখানে।
মেষ রাশির ব্যবসায়ী জাতকরা আজ কারও ওপর বিশ্বাস করবেন না, লোকসান হতে পারে। যাত্রার দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। পরিবারের সদস্যদের কোনও প্রতিশ্রুতি দেবেন না। আপনি পরিবারের সদস্যদের সাহায্য করার চেষ্টা করবেন এবং তাঁরা আপনার কাছ থেকে কোনও বড়সড় ফায়দা তোলার পরিকল্পনা করে থাকবেন। ছাত্রছাত্রীরা একাগ্র হয়ে পরীক্ষার প্রস্তুতি নিলে সাফল্য লাভ করতে পারবেন।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব জপ মালা পাঠ করুন।
বৃষ রাশির জাতকরা ব্যবসায়িক যাত্রায় সাফল্য অর্জন করবেন। চাকরিজীবী জাতকরা কোনও নতুন কাজ পেতে পারেন। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। বড়দের পরামর্শে বিশেষ কিছু করার চিন্তাভাবনা করবেন। পারিবারিক ব্যবসায়ে ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। প্রেম জীবনে আনন্দে কাটবে।
৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের চাল দান করুন।
ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রথম রুটি গোরুকে খাওয়ান।
৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।
ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। হলুদ বস্তু দান করুন।
তুলা রাশির জাতকরা আজ বন্ধু বা ব্যবসায়িক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। কারও প্রস্তাব গ্রহণ করতে অসমর্থ হবেন। বাণী নিয়ন্ত্রণে রাখুন। তখনই কাজে সাফল্য লাভ সম্ভব।
ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা বস্তু দান করুন।
আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সরস্বতী পুজো করুন।
ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। শিব চালিসা পাঠ করুন।
ভাগ্য আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
কুম্ভ রাশির চাকরিজীবী জাতকরা উচ্চপদ লাভ করতে পারেন। ব্যবসা বৃদ্ধি হবে। ভালো সুযোগ পাবেন, তা হাতছাড়া করবেন না। এই রাশির জাতকরা অর্থাভাবের মুখোমুখি হবেন। কুম্ভ রাশির চাকরিজীবীরা সাফল্য অর্জন করবেন।
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।
আজ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন ও প্রদীপ জ্বালান।
TOP RELATED