Last Update
আজ শিব যোগের শুভ সংযোগ, মহালক্ষ্মীর কৃপা বর্ষাবে ৬ রাশির ওপর
চন্দ্র আজ বুধের রাশি কন্যায় ভ্রমণ করবে। আজ রবি যোগ, শিব যোগ ও উত্তরাফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। আজকের শুভ সংযোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতকদের সামাজিক পরিসর বৃদ্ধি পাবে, ব্যবসায়ে আয়ের নতুন উৎস তৈরি হবে। অন্য দিকে কিছু রাশির জাতকদের সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে হবে আজ। শুক্রবার কোন রাশির জন্য ভালো, কারা সমস্যায় জড়াবে, তা বিস্তারিত আলোচনা করা হল।
মেষ রাশির জাতকরা দান-পুণ্যের কাজে দিন কাটাবেন। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, যার পরিণাম আপনার জন্য অনুকূল হবে। সহকর্মীদের মেজাজ খারাপ থাকবে, কিন্তু আপনার ভালো ব্যবহার সকলের মুখে হাসি ফোটাবে। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন, কিন্তু শীঘ্র সমস্ত কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। দৌড়ঝাপ করবেন, অর্থ ব্যয় হবে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় কঠিন পরিশ্রম করবেন।
ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। পার্বতী ও উমার পুজো করুন।
বৃষ রাশির জাতকরা পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজনের আলোচনা করতে পারেন। পরিবারের বয়স্কদের পরামর্শের প্রয়োজন হবেয সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। ব্যবসা ও কাজের গতি বাড়বে। ব্যবসায়ীদের অর্থাভাবের মুখোমুখি হতে হবে। শ্বশুরবাড়ির তরফে মান-সম্মান লাভ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। অধিক দৌড়ঝাপের কারণে পায়ে ব্যথা হতে পারে।
৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণের পুজো করুন।
আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। সরস্বতীর পুজো করুন।
ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।
ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।
আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সাদা রেশমি বস্ত্র দান করুন।
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। চন্দনের তিলক লাগান।
ভাগ্য আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। দরিদ্রদের খাবার খাওয়ান।
কুম্ভ রাশির জাতকরা সম্পত্তি ক্রয় বিক্রয়ের পূর্বে সমস্ত আইনি দিক ভালোভাবে যাচাই করে নিন। ছেলে বা মেয়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। এ কারণে চিন্তিত থাকবেন, ব্যস্ততা বাড়বে, এমনকি ব্যয় বাড়বে। আজ টাকাপয়সার লেনদেনে সতর্ক হতে হবে কুম্ভ রাশির জাতকদের।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। ব্রাহ্মণদের দান করুন।
মীন রাশির জাতকদের মানসিক চাপ কমবে। সন্ধ্যাবেলা কোনও সুসংবাদ পেতে পারেন। মা-বাবার পরামর্শ ও আশীর্বাদে ব্যবসায়ে উন্নতি হবে। সাফল্যের শীর্ষে পৌঁছবেন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।
TOP RELATED