চন্দ্র শুক্রের রাশি তুলায় বিচরণ করবে। আবার কর্কট রাশিতে বুধ ও শুক্রের যুতির ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ সংযোগ তৈরি হয়েছে। এই রাজযোগ ছাড়াও এদিন সিদ্ধ যোগ, রবি যোগ, স্বাতি নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী আজকের এই শুভ সংযোগ মেষ, সিংহ, তুলা-সহ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। লগ্নির দ্বারা ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। গ্রহনক্ষত্রের সংযোগের কারণে আজকের দিনটি আপনার কেমন কাটব জেনে নিন।
মেষ রাশির চাকরিজীবী জাতকরা অফিসে কোনও বরিষ্ঠ আধিকারিকের সঙ্গে বিবাদে জড়াবেন না, লোকসান হতে পারে। রাগ ও বাণী নিয়ন্ত্রণে রাখুন। সামাজিক সম্মান পেতে পারেন এই রাশির জাতকরা। বন্ধুদের সঙ্গে দূরের যাত্রায় যেতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। সন্তানের সমস্যার সমাধানে আজকের সন্ধ্যা কাটাবেন।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
বৃষ রাশির জাতকদের অনাবশ্যক ও অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তখনই সাফল্য লাভ সম্ভব। চাকরিতে কোনও আধিকারিকের বিরাগভাজন হতে পারেন এই রাশির জাতকরা। ব্যবসার জন্য কোনও প্রকল্প তৈরি করে থাকলে, তার দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হবেন।
৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীর পুজো করুন।
মিথুন রাশির জাতকদের ব্যবসায়িক সমস্যার সমাধান হবে। ব্যবসায়ে উন্নতির জন্য বরিষ্ঠ ব্যক্তির অভিজ্ঞতা লাভজনক প্রমাণিত হবে। সন্ধ্যাবেলা পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা লাভের সুযোগ পাবেন। মায়ের প্রতি বিশেষ স্নেহ থাকবে।
ভাগ্য ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।
কর্কট রাশির জাতকরা চার দিকে নিজের সামাজিক পরিসর বৃদ্ধি করতে পারবেন। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের ফলে অবসাদ কমবে। বিরোধীদের সমালোচনায় কান দেবেন না। ভবিষ্যতে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। ধনবৃদ্ধির ক্ষেত্রে জীবনসঙ্গীর পরামর্শে লাভ হবে। সন্তান কিছু সমস্যার মুখোমুখি হবে, তাই সতর্ক থাকুন।
আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।
সিংহ রাশির জাতকরা কোনও অচেনা ব্যক্তির সঙ্গে লেনদনের পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন, লোকসান হতে পারে। ব্যবসায়িক যাত্রার দ্বারা লাভ হবে। শত্রু প্রবল হবে আজ, তবে তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। ব্যবসায়ে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। তাই নিজের পরিশ্রমে কোনও খামতি রাখবেন না। সামাজিক কাজে সন্তানের রুচি বাড়বে।
৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।
কন্যা রাশির জাতকদের পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। পরিবারের সদস্যরা ব্যস্ত থাকবেন। সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এই রাশির জাতকরা। বিবাদ সম্ভব, কিন্তু নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
তুলা রাশির জাতকদের পদ-প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধি পাবে। কাছের ও দূরের যাত্রার আয়োজন করে থাকলে, তা স্থগিত হতে পারে। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে সময় কাটাবেন, এর ফলে মানসিক শান্তি লাভ সম্ভব। সমস্যার সমাধান না-হওয়ায় মানসিক অশান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে।
ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিসা পাঠ করুন।
বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনায় মগ্ন থাকবেন। অর্থাভাবের কারণে চিন্তিত থাকবেন এই রাশির জাতকরা। শ্বশুরবাড়ির তরফে ধনলাভ সম্ভব। চাকরিজীবী জাতকরা ভালো সুযোগ পেতে পারেন। সামাজিক সম্মান বাড়বে। পরিবারের সদস্যদের দূরে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।
আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সরস্বতীর পুজো করুন।
ধনু রাশির জাতকরা সাবধানে গাড়ি চালান। গাড়ি খারাপ হওয়ায় অর্থ ব্যয় হতে পারে। সন্তানের জন্য উপহার কিনতে পারেন। লগ্নির জন্য আজকের দিনটি উত্তম। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা। বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। সাদা বস্তু দান করুন।
মকর রাশির জাতকরা নিজের আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। এমনকি আটকে থাকা কাজও সম্পন্ন হবে এ সময়ে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন। চাকরি ও ব্যবসায়ে বরিষ্ঠদের দ্বারা লাভান্বিত হতে পারেন এই রাশির জাতকরা। ছাত্রছাত্রীরা আধিকারিকদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন।
ভাগ্য আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। হলুদ বস্তু দান করুন।
কুম্ভ রাশির জাতকরা নিজের জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন। মা-বাবার স্নেহ পাবেন। ভাই-বোনের স্বাস্থ্য দুর্বল হবে, তাই সতর্ক থাকুন। সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমন হতে পারে। অর্থ ব্যয় হবে।
ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।
মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অনুকূল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে ভালো ফল করতে পারবেন। বিশেষ অভিজ্ঞতা অর্জনের ফলে মনে আনন্দ থাকবে। আইনি বিবাদ প্রবল আকার ধারণ করবে, যা আপনার সমস্যা বাড়াবে। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের জোরে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা।
আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মা করুন।