চন্দ্র আজ বৃহস্পতির রাশি ধনুতে ভ্রমণ করবে। অন্য দিকে শুক্রের রাশি বৃষতে জুটি বেঁধেছে বৃহস্পতি ও মঙ্গল, যার ফলে গুরু মঙ্গল যোগ তৈরি হয়েছে। এ ছাড়াও এদিন রবি যোগ, এন্দ্র যোগ ও মূল নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। আজকের গ্রহ নক্ষত্রের শুভ সংযোগের কারণে বেশ কিছু রাশির জাতকরা লাভান্বিত হবেন। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা তাঁদের মুনাফা অর্জনের দিকে এগিয়ে দেবে। পাশাপাশি অনটন দূর হবে এই রাশির জাতকদের। আজকের দিনটি আপনার কেমন কাটবে, তা জেনে নিন।
মেষ রাশির জাতকরা কোনও ব্যাঙ্ক, ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে তা এড়িয়ে যান, কারণ ঋণের টাকা শোধ করা কঠিন হয়ে পড়বে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। পরিবারে মান-সম্মান পাবেন। আজ রাতে পরিবারে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। ছাত্রছাত্রীদের নিজের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব।
ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
বৃষ রাশির জাতকদের অধিক দৌড়ঝাপ করতে হবে। ব্যবসায় উন্নতির জন্য নতুন সাধন প্রয়োগ করবেন। নিজের সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার সদ্ব্যবহার করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার পুরো হতে পারে। খোলা মনে লেনদেন করুন, এর দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হবেন। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন। কোনও উপহার কিনতে পারেন।
৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
মিথুন রাশির জাতকরা অর্থের অপচয় করবেন না, তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। ভাইয়ের স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত থাকবেন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন।
ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।
কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে যে পরিশ্রম করেছেন, তার দ্বারা লাভান্বিত হবেন। সন্তানের প্রতি বিশ্বাস দৃঢ় হবে। মায়ের কাছ থেকে ভালোবাসা পাবেন। সুখ-সুবিধায় অর্থ ব্য়য় করতে পারেন। পরিবারের সদস্যরা চিন্তিত হবেন। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। ছাত্রছাত্রীরা গুরুজনদের আশীর্বাদ পাবেন।
আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রথম রুটি গোরুকে খাওয়ান।
সিংহ রাশির জাতকদের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। বাণী নিয়ন্ত্রণে রাখুন, তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যার সমাধান পেতে পারেন। কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। কোনও বিবাদ চললে তা সমাপ্ত হবে। আর্থিক পরিস্থিতির কারণে চিন্তিত থাকবেন।
৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
কন্যা রাশির জাতকদের ব্যবসার কারণে যাত্রা করতে হবে, এর দ্বারা লাভ সম্ভব। চাকরিতে নিজের শত্রুদের থেকে সতর্ক থাকুন, তা না-হলে তাঁরা আপনার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করতে পারেন। আইনি বিবাদের সমাধান সম্ভব। ঘরোয়া জিনিস কেনাকাটা করতে পারেন এই রাশির জাতকরা। সামাজিক ও ধর্মীয় কাজে রুচি বাড়বে।
ভাগ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায় ব্যক্তিকে চাল দান করুন।
তুলা রাশির জাতকদের পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে, যেখানে পরিবারের সমস্ত সদস্যরা ব্যস্ত থাকবেন। কোনও কাজে অর্থ লগ্নির পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি ভালো। আপনার অধিকার ও সম্পত্তি বৃদ্ধি হবে। ছাত্রছাত্রীদের খাতা-বইয়ের প্রয়োজন হবে। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, কিন্তু তাঁদের রাগ ভাঙানোর চেষ্টা করুন। রোজগারের সন্ধানে থাকলে সফল হবেন।
ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব জপ মালা পাঠ করুন।
বৃশ্চিক রাশির জাতকরা কোনও সমস্যার কারণে চিন্তিত থাকবেন। ব্যবসায়িক কাজে সাফল্য লাভ সম্ভব। পরিবারে কথা কাটাকাটি সম্ভব, ধৈর্য ধরে কাজ করতে হবে, তা না-হলে সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে। সন্ধ্যা পর্যন্ত পরিবারের বয়স্ক সদস্যের পরামর্শে পারিবারিক কলহ সমাপ্ত হবে। চাকরিজীবী জাতকদের পদোন্নতির প্রবল যোগ রয়েছে। সন্ধ্যাবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে খেলাধুলোয় সময় কাটাবেন।
আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন।
ধনু রাশির জাতকদের মধ্যে জ্ঞান ও দানের ইচ্ছা বিকশিত হবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পেটের বিকার হতে পারে, তাই সতর্ক থাকুন। খাওয়া-দাওয়ায় সংযত হন। আলস্য ত্যাগ করে অগ্রসর হতে হবে। কাজে সাফল্য অর্জন করবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা।
ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।
মকর রাশির জাতকদের নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু ব্যয় বহন করতে হবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান পাবেন। ব্যবসায় মনোনিবেশ করবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কোনও নতুন কাজে লগ্নি করলে ভবিষ্যতে লাভান্বিত হবেন। দুপুর নাগাদ জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে, এর জন্য দৌড়ঝাপ করতে হবে। সন্তানের সহযোগিতা পাবেন।
ভাগ্য আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।
কুম্ভ রাশির জাতকরা বুদ্ধি ও বিচক্ষণতার দ্বারা চিন্তাভাবনা করবেন। সীমিত প্রয়োজনয়ীতা অনুযায়ী অর্থ ব্যয় করবেন এই রাশির জাতকরা। তা না-হলে আর্থিক সংকট দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন, তাই সতর্ক থাকুন। যাত্রা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন, তখনই কাজ সম্পন্ন করতে পারবেন।
ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
মীন রাশির পিতা ও পুত্রের মধ্যে কোনও বিবাদ চলতে থাকলে তা সমাপ্ত হবে। পরিবারের সদস্যদের মনের মধ্যে সন্তুষ্টি থাকবে। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন। আপনার হাসিখুশি স্বভাবের কারণে সকলে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবেন।
আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।