Last Update
সব স্বপ্নপূরণ হবে ৬ রাশির
চন্দ্র আজ ধনু রাশিতে ভ্রমণ করবে। এ সময় কর্কট রাশিতে উপস্থিত রয়েছে সূর্য ও শুক্র। এই দুই গ্রহ মিলে দ্বিগ্রহী যোগ এবং শুক্রাদিত্য রাজযোগ তৈরি করছে। এছাড়াও আজ দ্বিগ্রহী যোগ, রবি যোগ ও পূর্বাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগ থাকছে। আজকের শুভ যোগের প্রভাবে ৬ রাশির জাতকরা বিশেষ লাভ অর্জন করতে পারবেন। কেরিয়ারে উন্নতি হবে। আর্থিক জীবনেও সাফল্য লাভ সম্ভব। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা আজকের রাশিফলের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশির জাতকরা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি সচেতন হন। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। রাজনৈতিক ক্ষেত্রে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। চাকরিজীবী জাতকরা কোনও বিশেষ চুক্তি চূড়ান্ত করতে পারবেন। ব্যবসায় লাভ হবে।
ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যবসার জন্য লাভজনক। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। এই রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। আইনি বিবাদের সমাধান হবে। পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হবে।
৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।
ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।
আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের সাহায্য করুন।
৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।
ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর আরাধনা করুন।
আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
মকর রাশির জাতকরা আজ ভালো সুযোগ পাবেন। অংশীদারীর ব্যবসায় লাভান্বিত হবেন। সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একাধিক কাজ হাতে আসায় লাভের পরিমাণ বাড়বে। পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য সময় উত্তম। সন্ধ্যাবেলা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না।
ভাগ্য আজ ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মাছকে আটার গুলি খাওয়ান।
ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।
মীন রাশির জাতকরা ব্যবসায় সেই সমস্ত জিনিস অর্জন করতে পারেন, যার অভাব রয়েছে। ব্যবসায় ঝুঁকি নিতে পারেন, এর মাধ্যমে লাভ হবে। মধুর ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি উন্নত করুন, তা না-হলে সম্পর্কে তিক্ততা উৎপন্ন হতে পারে। সম্পত্তি লগ্নির জন্য আজকের দিনটি ভালো। শিক্ষকরা ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান করবেন।
আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।
TOP RELATED