Last Update
‘খুনে’র কারণ ঘিরে ধন্দ বর্ধমানে
ঘরের ভিতর থেকে গৃহবধূর নলিকাটা দেহ উদ্ধার। শনিবার গভীর রাতের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের মেমারি এলাকায়। কে বা কারা, কী উদ্দেশে খুন করেছে, তা এখনই স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রতিমা চক্রবর্তী (৩৮)। মেমারির চকদিঘির বাসিন্দা। মেমারির সুলতানপুরের বাসিন্দা হৃদয় চক্রবর্তী তাঁর স্বামী। রাঁধুনির কাজ করেন। শনিবার সকালে সেই কাজে তিনি দিঘা গিয়েছেন বলে খবর। বাড়িতে একাই ছিলেন ওই মহিলা।
TOP RELATED