Last Update
রাত পোহালেই মাধ্যমিকের ফলপ্রকাশ! কিন্তু কীভাবে দেখবেন রেজাল্ট? জেনে নিন
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: অবশেষে চলে এলো সেই দিন। রাত পোহালেই প্রকাশ হবে ২০২৪ সালের মাধ্যমিকের ফলাফল(WB Madhyamik Result)। অপেক্ষায় বসে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ। বিগত বছরগুলির মতো এবারও অনলাইনে ফল দেখতে পাবে পড়ুয়ারা। আনুষ্ঠানিক ফল ঘোষণার 45 মিনিট পর অর্থাৎ ৯ টা ৪৫ মিনিট থেকে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করে জানতে পারবে রেজাল্ট।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি ও শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ২০২৪ সালের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষেরও বেশি। পর্ষদ সূত্রে খবর, অনলাইনে ফল দেখার সময় পড়ুয়াদের হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড। কারণ, রোল নম্বর ও জন্ম তারিখ ছাড়া জানা যাবে না রেজাল্ট। কিন্তু কোথায় দেখা যাবে সেই ফলাফল, জেনে নিন বিস্তারিত।
১) পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে সরাসরি ফল দেখার সুযোগ পাবে প্রার্থীরা। এই ওয়েবসাইটগুলি হল, www.wbbse.wb.gov.in ও wbresults.nic.in প্রথমে ছাত্র বা ছাত্রীকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটের হোমপেজে মিলবে রেজাল্টের লিঙ্ক। সেখানে লেখা থাকবে মাধ্যমিক ক্লাস 10-র ফল। ওই অপশানে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে একটি ফর্ম। সেখানে প্রার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে। লেখা হয়ে গেলে, লগ ইন অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট। এর পর মার্কশিটের PDF ফরম্যাট ডাউনলোড করতে পারবে প্রার্থীরা।
২) শুধুমাত্র ওয়েবসাইট নয়, হাতে মার্কশিট পাওয়ার আগে অ্যাপ থেকেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পর্ষদ থেকে প্রকাশিত নোটিসে তিনটি অ্যাপের নাম লেখা হয়েছে- Madhyamik Results 2024, Fastresult ও https://iresults.net/wbbse-app। প্লে-স্টোর থেকে এগুলি ডাউনলোড করে নাম, রোল নম্বর দিয়ে দেখে নিতে হবে ফলাফল।
৩) এছাড়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পর্ষদের ক্যাম্প অফিসগুলিতে সকাল ১০টা থেকে মার্কশিট দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের কাছে। যা স্কুল প্রধান শিক্ষক-শিক্ষিকা বা টিচার ইনচার্জ সংগ্রহ করতে পারবেন। 2 তারিখ দুপুরের পর থেকে পড়ুয়াদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এবার এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানার কোনও ব্যবস্থা করা হয়নি।
TOP RELATED