SRH vs RR: শেষ বলে হাড্ডাহাড্ডি লড়াই! রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে রাজস্থানকে টেক্কা দিল সানরাইজার্স
SRH vs RR: আজ উপ্পল স্টেডিয়ামে ছিল অরেঞ্জ ও পিঙ্ক আর্মির লড়াই। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদ vs রাজস্থান রয়্যালস। দুটো টিমই ২০২৪-এর আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে। একদিকে পয়েন্ট টেবলের টপার রাজস্থান রয়্যালস। অন্যদিকে এ বারের আইপিএলে রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ। তবে দাঁত চেপে লড়াই কীভাবে করতে হয়, সেটা আরও একবার দেখিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের ঘরের মাঠে জয়ের মুখে পৌঁছে গিয়েছিল রাজস্থান। কিন্তু ভুবনেশ্বর কুমারের অসাধারণ স্পেলে শেষ মুহূর্তে রাজস্থানের মুখের গ্রাস কেড়ে নিল হায়দরাবাদ।
বৃহস্পতিবারের (২ মে) এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে। তবে শুরুর দিকে হায়দরাবাদের ব্যাটিং একেবারেই অচেনা লাগছিল। পাওয়ার প্লে চলাকালীন ৩৭ রানের মধ্যে তারা ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর ট্রাভিস হেড একদিক থেকে দলের হাল ধরতে শুরু করেন। আর অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি। দুজনের মধ্যে তৃতীয় উইকেটে ৫৭ বলে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৪৪ বলে ৫৮ রান করে ফিরে যান ট্রাভিস হেড। এরপর নীতীশের সঙ্গে চতুর্থ উইকেটে অপরাজিত ৭০ রানের জুটি বাঁধেন হেনরিক ক্লাসেন। এই ম্যাচে নীতীশ শেষপর্যন্ত ৪২ বলে ৭৬ রান করেন। অন্যদিকে ক্লাসেন ১৯ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন। তবে এই ম্যাচে নীতীশের ব্যাটিং আলাদা করে নজর কেড়েছে। কভারের উপর দিয়ে তাঁর হাঁকানো ছক্কার প্রশংসা সকলেই করেছেন।
এরপর শুরু হয় রাজস্থান রয়্যালসের ব্যাটিং। ২০২ রানের টার্গেট রাজস্থানের মতো ধারাবাহিক টিমের জন্য কঠিন ছিল না। কিন্তু যে টিমে ভুবনেশ্বর কুমার নামের একজন বোলার রয়েছেন, সেই টিম যে কয়েক যোজন এগিয়ে তা আরও একবার প্রমাণিত হল। জস বাটলার এবং সঞ্জু স্যামসন এই দুই গুরুত্বপূর্ণ উইকেট প্রথম ওভারে পকেটে ভরে ফেলেন ভুবনেশ্বর কুমার। সেখানেই রাজস্থানকে বড়সড় ক্ষত দিয়ে দেয় অরেঞ্জ আর্মি। এরপর অবশ্য যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ মিলে তৃতীয় উইকেটে ঝড় বইয়ে দেন। তাঁদের ৭৮ বলে ১৩৪ রানের পার্টনারশিপ হয়।