Last Update
শিশুর চিত্রশিল্পীর চিত্র প্রদর্শন
হুগলীর চন্দননগরে সাত বছরের শিশু চিত্র শিল্পী সৃজন পোদ্দারের প্রথম একক চিত্র প্রদর্শনী। হুগলীর ভদ্রেশ্বরের বাসিন্দা সাত বছরের শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দার। পিতা সমরেশ পোদ্দার ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী।১৫ মার্চ ,২০২৪ থেকে ১৭ মার্চ রবিবার পর্যন্ত হুগলীর চন্দননগরের রবীন্দ্রভবন সংলগ্ন অবনীন্দ্র শিল্প প্রদর্শনালয়ে সৃজন পোদ্দারের এই একক চিত্র প্রদর্শনীশিবির চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের পৌরপ্রধান রাম চক্রবর্ত্তী, উপ পৌরপ্রধান মুন্না আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছোট্ট সৃজন মাত্র নয় মাস বয়স থেকেই ছবি অঙ্কণ করছে। এত অল্প বয়সেই সে প্রায় পনেরো হাজারের মতো বেশি ছবি অঙ্কণ করেছে। চন্দন নগরের মহানাগরিক রাম চক্রবর্ত্তী সৃজনের কাজের ভূষসী প্রসংশা করেন ও ওর ভবিষ্যত সাফল্য ও কামনা করেন। চন্দননগর পৌরনিগমের উপ মহানাগরিক মুন্না আগরওয়াল ও ছোট সৃজনের অঙ্কণ দেখে মুদ্ধ। তিনি ও সৃজন কে ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করার শুভেচ্ছা ও শুভ কামনা জানান। পশ্চিমবঙ্গে এত ছোট বয়সে শিশু চিত্রশিল্পী হিসাবে সৃজনের এই নিজ হাতে অঙ্কিত চিত্র প্রদর্শনী সত্যিই উৎসাহমূলক। ইতিমধ্যেই বহু বিশিষ্ট চিত্রশিল্পী ও বিশিষ্ট মানুষজন সৃজনের এই চিত্র প্রদর্শনী দর্শন করে গেছেন। সৃজনের বাবা আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার জানান ছোট্ট থেকেই সৃজনের অঙ্কণের এই আগ্রহ কে উপলব্ধি করেই তারা সৃজন কে উৎসাহ দিয়েছেন। শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দার ও জানাই ছোট থেকেই সে যা চোখের সামনে দেখতো তাই সে অঙ্কণ করে ফেলতো রঙ তুলি দিয়ে। মূলত অ্যবস্ট্যাক্ট প্রিন্টিং ই সৃজনের বিশেষ ঝোক। এছাড়াও সৃজন এত অল্প বয়সে অন্য বিভিন্ন বিষয়ের উপর ও চিত্র অঙ্কণে সমান পারদর্শী।
TOP RELATED