Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

শীত কেমন পড়বে এবার? বিরাট আপডেট

শীত কেমন পড়বে এবার? বিরাট আপডেট

Published on: Published on 2024-10-16 09:51 PM

Share on:

  শীতকাল কবে আসবে! এটাই এখন বাংলার মানুষের মনে সব থেকে বড় প্রশ্ন। কারণ এবার অক্টোবরের মাঝামাঝিতেও অস্বস্তিকর গরম। এখনও রোদে বেরোলে ঘেমে-েনেয়ে একাকার হতে হচ্ছে।


  হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা এবারের মতো বিদায় নিয়েছে। হেমন্তের শুষ্ক আবহাওয়া মানেই এখন শীতের অপেক্ষা। তবে শীত কেমন পড়বে এবার!


আদৌ কি শীত পড়বে! নাকি নভেম্বর, ডিসেম্বরেও জ্যাকেট, শোয়েটারের দরকার পড়বে না!


  আইমএমডি জানিয়েছে, অক্টোবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে ৮ শতাংশ বেশি। আরও জানানো হয়েছে, নভেম্বর থেকেই এবার শীতের আমেজ আসবে।


  IMD জানিয়েছে, এল নিনো-র বছর এটি। এই বছরগুলিতে সাধারণত ভারতে গরম পড়ে খুব বেশি। এবারও তাই হয়েছে। তবে এল নিনোপরিস্থিতি অক্টোবরে শেষ হতে পারে। তার ফলে উত্তর ভারতে নভেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে।


  এবার বর্ষাতেও ভারতে এল নিনোর প্রভাব পড়েছে ভালই। বৃষ্টি হয়েছে বেশি। আর হাওয়া অফিস জানাচ্ছে, এবার জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে। এবার উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতে শীত পড়বে জাঁকিয়ে।


  আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, নভেম্বর নাগাদ লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। ফলে দেশের তাপমাত্রা কমতে থাকবে হু হু করে।


  এবার প্রশ্ন হল, লা নিনা কী! আসলে এটি এল নিনোর বিপরীত পরিস্থিতি। প্রশান্ত মহাসাগরে অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। ফলে সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই অবস্থায় পেরু-চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে।

TOP RELATED