Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

নির্বাচনী আবহে অভিষেকের কপ্টারে আয়কর হানা!

নির্বাচনী আবহে অভিষেকের কপ্টারে আয়কর হানা!

Published on: Published on 2024-04-14 07:43 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রবিবার পয়লা বৈশাখের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি। বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের একটি মহড়া চলছিল। সেই সময় আয়কর দফতরে কর্তারা হানা দেয় বলে জানা গিয়েছে। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীদেরও তল্লাশি চালানো হয়েছে বলে দাবি তৃণমূলের। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অভিষেক নিজেই। ক্ষোভের কথা জানিয়েছেন তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে। 

আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে দেশে। প্রথম দফায় বাংলায় ভোট হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তার পরের ভোট ২৬ এপ্রিল। সেই ভোটও হবে উত্তরবঙ্গেরই তিন কেন্দ্র— রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপাতত ব্যস্ত উত্তরবঙ্গে প্রচারের কাজে। অন্য দিকে অভিষেক যেমন একদিকে উত্তরবঙ্গে জনসভা করছেন তেমনই জেলায় জেলায় ঘুরে সাংগঠনিক বৈঠকও করছেন। সোমবারও তেমনই সাংগঠনিক কাজ ছিল অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনও হেভিওয়েট যখন চপার বা বিমানে করে কোথাও যান সেই সময় সেটির ট্রায়াল রান করতে হয়। আজও নিরাপত্তার কারণে বেহালা ফ্লাইং ক্লাবে সেটি প্রস্তুত করা হচ্ছিল। সেই সময়েই আচমকা আয়কর হানা হয়।

তৃণমূল সূত্রে খবর, আয়কর দফতরের আধিকারিকেরা ওই কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। তার পরে কপ্টারের ভিতরে রাখা প্রতিটি ব্যাগ খুলে দেখেন আয়কর আধিকারিকেরা। কিন্তু হেলিকপ্টারের ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তৃণমূলের অভিযোগ, কিছু না পেয়ে হতাশ এবং বিরক্ত আয়কর আধিকারিকেরা শেষে হেলিকপ্টারটিকেই দীর্ঘ ক্ষণ আটকে রেখে দেন। ওড়ার অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। পরে এ নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় আয়কর আধিকারিকদের।

এ দিকে বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দেখছে তৃণমূল। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “কেন তল্লাশি বলতে পারেনি। অভিষেকের নিরাপত্তারক্ষীরা যখন ছবি তুলতে যাচ্ছিল ঝগড়া করেছে। কিছু খুঁজে পায়নি। জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। বাধা দিতে গেলে বা প্রশ্ন করতে গেলে বলেছে আটকে রাখব। দেরি করাব। আমরা তীব্র নিন্দা করছি।” অপরদিকে, দিলীপ ঘোষ বলেন, “চপারটি অভিষেক কিনেছেন? যে কোম্পানির চপার সেই কোম্পানি ট্যাক্স ভরেছে কি না, লাইসেন্স আছে কি না সেই সব প্রশ্ন করতেই পারে। গতবারের ভোটে তো চপার নামতেই দিত না আমাদের। অনুমতি ছিল না।”

এক্স হ্যান্ডলে অভিষেক এই ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করে লিখেছেন, ‘‘এনআইএ-র ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারী আয়কর দফতরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনও লাভ হয়নি। কারণ, কিছুই পাওয়া যায়নি।’’

প্রসঙ্গত, মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার আগেই বলে দিয়েছিলেন, ভোট নজরদারিতে এবার ইডি-সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে পোর্টাল তৈরি করা হবে। নির্বাচনে কোনওভাবেই অর্থশক্তিকে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশনের নির্দেশ, জেলাশাসক যখন কোনও হেলিকপ্টার কিংবা বিমানকে অবতরণের সবুজ সঙ্কেত দেবেন, তখন খবর ইনকাম ট্যাক্স ও এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও দিতে হবে।

TOP RELATED