Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন শুভমান-পন্থ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন শুভমান-পন্থ

Published on: Published on 2024-10-22 07:13 PM

Share on:

দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন শুভমান গিল। হাঁটুর চোটের সমস্যা কাটিয়ে মাঠে নামবেন ঋষভ পন্থও। সাংবাদিক সম্মেলনে এসে এই কথা জানালেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তবে ইঙ্গিত দিলেন, ১৫০ রানের ইনিংস খেলেও হয়তো প্রথম একাদশ থেকে বাদ পড়বেন সরফরাজ খান। কারণ কে এল রাহুলের অফ ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও তাঁর প্রতি আস্থা রাখছে মেন ইন ব্লু।আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভার‍ত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছেন শুভমান গিল। ঘাড়ে সমস্যার কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টে নামবেন গিল। তিন নম্বরেই খেলানো হবে তাঁকে।প্রথম টেস্টে ভারতের চিন্তার অন্যতম কারণ ছিলেন ঋষভ পন্থও। কিউয়ি ইনিংস চলাকালীন আচমকাই হাঁটুতে লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় পন্থকে। পরিবর্ত উইকেটকিপার হিসাবে মাঠে নামে ধ্রুব জুরেল। গোটা ম্যাচেই আর উইকেটকিপারের দস্তানা দেখা যায়নি পন্থের হাতে। তবে ৯৯ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে পালটা লড়াইয়ের জায়গায় নিয়ে যান পন্থ। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য পন্থের হাঁটুর অবস্থার উন্নতি হয়েছে। দুশখাতে জানান, “পুরোপুরি হাঁটুতে চাপ দিতে গেলে এখনও সমস্যা হচ্ছে পন্থের। কিন্তু আমরা আশাবাদী যে পন্থ উইকেটকিপিং করবে।”তবে প্রথম টেস্টে দেড়শো রানের ইনিংস খেলেও হয়তো দ্বিতীয় টেস্টের দলে জায়গা হবে না সরফরাজ খানের। ম্যাচের আগে দুশখাতে জানান, “অবশ্যই দলে জায়গা পাওয়া নিয়ে লড়াই রয়েছে। গত ম্যাচে সরফরাজ দুরন্ত পারফর্ম করেছে। টেস্ট শেষ হওয়ার পরে আমি রাহুলের সঙ্গেও কথা বলেছি। রাহুল যথেষ্ট ভালো ব্যাটিং করছে, ওকে নিয়ে কোনও সংশয় নেই।” যদিও পরের টেস্টে রাহুল বা সরফরাজকে বসানো নিয়ে কোনও মন্তব্য করেননি দুশখাতে। তবে মনে করিয়ে দিয়েছেন, সঞ্জু স্যামসনের মতোই রাহুলকেও লম্বা সময় দিতে চান কোচ গৌতম গম্ভীর।

TOP RELATED