Last Update
যশস্বী বিক্রমে পারথে ৪০০র বেশি লিড ভারতের
যশস্বী জয়সওয়ালের দুরন্ত ইনিংসে পারথ টেস্টে ভালো জায়গায় ভারত। তৃতীয় দিনে চা পানের বিরতিতে ৩৫৯ রান তুলে ফেলেছেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার থেকে ইতিমধ্যেই ৪০৫ রানের লিড পেয়েছে ভারত। সবমিলিয়ে, অপ্টাস স্টেডিয়াম থেকে টেস্ট জয়ের হাতছানি জশপ্রীত বুমরাহদের সামনে। তবে আশা জাগিয়েও পারথে প্রথম ভারতীয় হিসাবে ডবল সেঞ্চুরি করতে পারলেন না যশস্বী। মধ্যাহ্নভোজের বিরতির পরে ৪ উইকেট পড়ল ভারতের। পারথ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ৪১ রান এসেছিল প্রথম টেস্ট খেলতে নামা নীতীশ রেড্ডির ব্যাট থেকে। কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। বোলারদের দাপটে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড রয়েছে। তার পরে অজিভূমে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ গড়েছেন যশস্বী এবং কে এল রাহুল। ২০১ রান ওঠে তাঁদের জুটিতে। ৭৭ রান করেন রাহুল।
TOP RELATED