Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

অ্যাডিলেডে হেরে WTC পয়েন্ট টেবিলে পতন

অ্যাডিলেডে হেরে WTC পয়েন্ট টেবিলে পতন

Published on: Published on 2024-12-08 02:28 PM

Share on:

পারথ টেস্টে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছিল ভার‍ত। কিন্তু একটা ম্যাচ পরেই পালটে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ছবিটা। অ্যাডিলেড টেস্টে হেরে এক থেকে সটান তিন নম্বরে নেমে গেল রোহিত ব্রিগেড। ফলে WTC ফাইনালে খেলার সমীকরণ আরও কঠিন হল টিম ইন্ডিয়ার পক্ষে।অ্যাডিলেড টেস্টে ভারত শেষ পর্যন্ত হারল ১০ উইকেটে। প্রথম ইনিংসে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৮০ রানে। ৬ উইকেট তোলেন মিচেল স্টার্ক। জবাবে অস্ট্রেলিয়া করে ৩৩৭ রান। ১৫৭ রানের লিড সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসেও ভারতকে নাজেহাল করেন অজি পেসাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল এখন ১-১। হাতে এখনও তিনটি টেস্ট আছে ঠিকই। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্ক বেশ খানিকটা জটিল হল ভারতের কাছে।অ্যাডিলেড টেস্ট শেষ হওয়ার পরে WTC পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৬০.৭১ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। দ্বিতীয় স্থানে ৫৯.২৬ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা। হারের পর ভারতের ঝুলিতে মাত্র ৫৭.৭ শতাংশ পয়েন্ট। ফলে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গেলে পরের তিন টেস্টের মধ্যে অন্তত দুটো জিততেই হবে ভারতকে। কোনও টেস্ট হারা যাবে না।বর্ডার-গাভাসকর ট্রফিতে বাকি থাকা তিন টেস্টের একটাতেও যদি ভারত হেরে যায়, তাহলে ফাইনালে যাওয়ার জন্য শ্রীলঙ্কার উপরে নির্ভর করতে হবে রোহিতদের। দ্বীপরাষ্ট্রে দুই ম্যাচের সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। ওই সিরিজে অন্তত একটি ম্যাচে ড্র করতে হবে লঙ্কা ব্রিগেডকে। ভারত যদি সিরিজ ড্র করে, তাহলে শ্রীলঙ্কাকে জিততে হবে ১-০ ফলে। আর ভারত যদি বর্ডার-গাভাসকর ট্রফি হারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাবে।

TOP RELATED