Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে ভারত

দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে ভারত

Published on: Published on 2024-11-02 07:15 PM

Share on:

পুণে টেস্টে হার ভারতীয় দল নিয়ে গোটা দুয়েক প্রশ্ন তুলে দিয়েছিল। এক, ব্যাটাররা কি স্পিন খেলতে ভুলে গেলেন? দুই, ভারতের স্পিনাররা কি রাতারাতি ধারহীন হয়ে গেলেন? মুম্বই টেস্টের দ্বিতীয় দিন এই দ্বিতীয় প্রশ্নটির সপাট জবাব দিয়ে দিলেন অশ্বিন, জাদেজারা। টিম ইন্ডিয়ার স্পিনাররা মোটামুটি বেঁধে ফেললেন কিউয়ি ব্যাটারদের। দিনের শেষে তাঁদের স্কোর ১৭১-৯। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের লিড ১৪৩ রানের। পিচের কথা মাথায় রেখেও এই মুহূর্তে বলতে হয়, খানিকটা হলেও মুম্বই টেস্টে এগিয়ে টিম ইন্ডিয়া।মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমে গিয়েছিল ২৩৫। লক্ষ্য খুব একটা বড় নয়। ব্যাটিং ব্যর্থতা না ভোগালে সহজেই বড় রানের লিড নেওয়া যেত। সেই রাস্তাটা করেও দিয়েছিলেন শুভমান গিল ও ঋষভ পন্থ। ৯৬ রানের জুটি বেঁধে টিম ইন্ডিয়াকে একসময় চালকের আসনে পৌঁছে দিয়েছিলেন তাঁরা। লাঞ্চের সামান্য আগেই আউট হয়ে যান পন্থ। তিনি করেন ৬০ রান। তার আগে ৩৬ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি। মুম্বইয়ের প্রবল গরমে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। কিন্তু তাঁকে সঙ্গত করতে পারলেন না জাদেজা, সরফরাজ, অশ্বিনরা। গিল ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেললেন, শেষ দিকে ওয়াশিংটন সুন্দরও ৩৮ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু সরফরাজ, জাদেজা, অশ্বিনদের ব্যর্থতায় বড় লিড পেল না ভারত। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হল ২৬৩ রানের। লিড ছিল মাত্র ২৮ রানের।ভারত যখন অলআউট হল, ততক্ষণে পিচ মারাত্মক হয়ে উঠেছে। ঘূর্ণি সামলানো কঠিন হয়ে উঠেছে। ভারতীয় বোলাররা সেই ঘূর্ণিকে কাজে লাগালেন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর্যন্ত নটি উইকেট তুলে নিল টিম ইন্ডিয়া। খরচ করতে হল রান ১৭১। গোটা সিরিজে ভালো ফর্মে না থাকা অশ্বিন এই ইনিংসে খানিক ছন্দ ফিরে পেলেন। তিনটি উইকেট তুললেন তিনি। রবীন্দ্র জাদেজা চার উইকেট পেলেন। এই মুহূর্তে নিউজিল্যান্ডের লিড ১৪৩ রানের। তৃতীয় দিন বড় কোনও অঘটন না ঘটলে বিরাট লিড পাওয়ার কথা নয় কিউয়িদের।

TOP RELATED