Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

প্যারিসে ‘চক দে ইন্ডিয়া’

প্যারিসে ‘চক দে ইন্ডিয়া’

Published on: Published on 2024-09-08 07:37 PM

Share on:

রেকর্ড গড়ে দেশে ফিরব। প্যারালিম্পিক শুরুর আগে দেশবাসীর কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া সাফ জানিয়েছিলেন, পদকের নিরিখে এই প্যারালিম্পিকেই সেরা পারফরম্যান্স করবে ভারত। দেশবাসীকে দেওয়া কথা রেখেছেন সুমিত আন্টিল-অবনী লেখারারা। প্যারিস থেকে মোট ২৯টি পদক নিয়ে ফিরছেন ভারতীয় প্যারাঅ্যাথলিটরা।১৯৬৮ তেল আভিভ প্যারালিম্পিক থেকে ভারত প্যারালিম্পিক অভিযান শুরু করে। সেবারে মাত্র ১০ জন ভারতীয় অ্যাথলিট মূলপর্বে সুযোগ পান। কিন্তু কেউই পদক জিততে পারেননি। ৭২ প্যারালিম্পিকে ভারত প্রথম পদক জেতে। সেবারে একটি সোনা আসে ভারতের ঝুলিতে। এরপর পরপর দুটি প্যারালিম্পিকে ভারতের কোনও অ্যাথলিট সুযোগ পাননি। ৮৪ প্যারালিম্পিকে মাত্র ৫ জন অ্যাথলিট সুযোগ পান। তাতেই চারটি পদক জেতে ভারত। এরপর ৮৮ থেকে ২০০০ পর্যন্ত ভারত প্যারালিম্পিকে অংশ নিলেও কোনও পদক জেতেনি ভারত। টিম ইন্ডিয়া ফের সাফল্যের মুখ দেখে ২০০৪ প্যারালিম্পিকে। এথেন্সে ১২ জন ভারতীয় অ্যাথলিট সুযোগ পান। একটি সোনা ও একটি ব্রোঞ্জ পায় ভারত। ২০০৮ বেজিং প্যারালিম্পিকে আবার পদকশূন্যভাবে শেষ করে টিম ইন্ডিয়া। ২০১২ প্যারালিম্পিকে একটি মাত্র রুপো জেতেন ভারতীয় অ্যাথলিটরা। ২০১৬ রিও অলিম্পিকে ভারত মোট ৪টি পদক জেতে। ২টি সোনা, ১টি রুপো এবং একটি ব্রোঞ্জ জেতে ভারত।২০২১ সালের প্যারালিম্পিকে অবশ্য অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যান ভারতের অ্যাথলিটরা। সবমিলিয়ে ১৯টি পদক আসে ভারতের ঘরে। ৫ সোনা, ৮ রুপো এবং ৬ ব্রোঞ্জ জেতেন ভারতীয় অ্যাথলিটরা। তবে প্যারিসে এই নজিরও ভেঙে যাবে বলে প্রথম থেকেই আশাবাদী ছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ২০২৪ প্যারিস প্যারালিম্পিকে নতুন নজির গড়ল ভারতীয় কন্টিনজেন্ট। সর্বকালের সেরা পারফরম্যান্স করে ভারতের ঘরে এল মোট ২৯টি পদক। মোট ৭ জন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছেন। ভারতের পদক তালিকায় এসেছে ৯ রুপো এবং ১৩ ব্রোঞ্জও। পদকের ক্রমতালিকাতেও প্রথম ২০র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে ভারতের।

TOP RELATED