Last Update
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় ভারতের
একই ম্যাচে চার সেঞ্চুরি। দুই দল থেকেই শতরান হাঁকিয়েছেন দুই ব্যাটার। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটেছে উইমেন ইন ব্লুর মুখে। এক ম্যাচ বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত। তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছেন হরমনপ্রীত কউররা।
চিন্নাস্বামী স্টেডিয়াম মানেই রানের পাহাড়। এদিন দুই দলই ঝোড়ো ব্যাটিং করেছে বেঙ্গালুরুর স্টেডিয়ামে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ডট। কিন্তু ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন স্মৃতি মান্ধানা। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও ১২০ বল খেলে তাঁর ব্যাট থেকে এল ১৩৬ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাটিং করেন অধিনায়ক হরমনপ্রীতও। ৮৮ বলে ১০৩ রান করে নট আউট থাকেন তিনি। দুই ব্যাটারের তাণ্ডবে ৩২৫ রানে গিয়ে থামে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকান ওপেনার লরাও। প্রোটিয়া অধিনায়কের ব্যাট থেকে আসে ১৩৫ রান। তাঁকে আউট করতে পারেননি ভারতের কোনও বোলার। পাঁচ নম্বরে নামা ম্যারিজান কেপ মাত্র ৯৪ বলে ১১৪ রান করেন। তবে জোড়া সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। জেতার জন্য শেষ বলে ছক্কা হাঁকানোর দরকার ছিল। স্ট্রাইকে ছিলেন সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নিজে। কিন্তু পূজা বস্ত্রকরের বলে রানই নিতে পারেনি লরা। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রানে জয়ী হয় ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ একটি ম্যাচ বাকি থাকতেই জিতে নিল উইমেন ইন ব্লু। ম্যাচের সেরার শিরোপা পেলেন অধিনায়ক হরমনপ্রীত।
TOP RELATED