Last Update
ওমানের সমুদ্রে তলিয়ে যাওয়া ৮ ভারতীয়কে উদ্ধার নৌসেনার
ওমানে মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উলটে নিখোঁজ ছিলেন ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক। খবর পেয়েই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় নৌসেনা। দিনভর চেষ্টার পরে জানা গিয়েছে, ৯ নাবিককে উদ্ধার করা গিয়েছে। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি। এখনও নিখোঁজ ৫ ভারতীয় নাবিক।
সোমবার তেলের ট্যাঙ্কার নিয়ে এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি। দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদ্রাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটে দুর্ঘটনাটি। আচমকা উলটে যায় জাহাজটি। ট্যাঙ্কারের পাশাপাশি জাহাজে থাকা ১৬ জন নাবিক সমুদ্রে পড়ে যান। খবর পেয়ে তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তেগকে। যুদ্ধজাহাজকে সাহায্য করতে পাঠানো হয় পি৮আই বিমান।তবে প্রতিকূল পরিবেশের মধ্যে উদ্ধারকাজ চালাতেও প্রবল সমস্যার মুখে পড়েন ভারতীয় নৌসেনার কর্মীরা। ওই এলাকাটিতে সমুদ্র অত্যন্ত বিপজ্জনকভাবে উত্তাল হচ্ছে। সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জোড়া চ্যালেঞ্জের মোকাবিলা করেই ডুবে যাওয়া নাবিকদের খোঁজ শুরু হয় বুধবার সকাল থেকে। সারাদিন লড়াই চালানোর পরে অবশেষে ৯ জনকে উদ্ধার করেছে নৌসেনা। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার এক নাবিক। বাকিরা সকলেই ভারতীয়।এখনও সমুদ্রে তলিয়ে যাওয়া সাত নাবিকের খোঁজ মেলেনি। তাঁদের মধ্যে রয়েছেন ৫ জন ভারতীয়। তবে এখনও তাঁদের খোঁজে চলছে তল্লাশি। গোটা উদ্ধারকাজের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। কেন্দ্রের তরফে জানানো হয়, ওমান সরকার এবং উপকূলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, যে ট্যাঙ্কারটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি তৈরি হয়েছিল ২০০৭ সালে।
TOP RELATED