Last Update
ভারতীয়রা সারা জীবনের পড়াশোনার চেয়ে বিয়েতে দ্বিগুণ টাকা ওড়ায়
বিয়ে মানেই এলাহি কাণ্ড। বিশেষ করে ভারতীয়দের বিয়েতে অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোর। বর-কনের সাজসজ্জা থেকে অতিথি আপ্যায়ন, বিয়ের আয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে যা জড়িত তা হল খরচ।
সাধ্যের মধ্যে সকলেই কম-বেশি ধুমধাম করে বিয়ের আয়োজনের চেষ্টা করেন। কিন্তু জানেন কি ভারতীয়রা বিয়েতে যে পরিমাণ টাকা খরচ করেন তা তাঁদের সারা জীবনের শিক্ষার খরচের প্রায় দ্বিগুণ! খানিকটা অবাক লাগলেও সম্প্রতি একটি রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।
গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম জেফারিজও এ বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছে। সেই সমীক্ষারই রিপোর্ট অনুযায়ী, ভারতে বিয়েকে কেন্দ্র করে ১৩০ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ কোটি টাকার বাজার রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়ের বাজারের প্রায় দ্বিগুণ।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এক একটি বিয়েতে ভারতীয়রা গড়ে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা খরচ করেন। যা ওই দম্পতির প্রাক-বিদ্যালয় থেকে স্নাতক স্তরের শিক্ষার খরচের প্রায় দ্বিগুণ। অর্থাৎ ভারতীয় যুগলেরা প্রাক-প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত পড়াশোনা শেষ করতে যত টাকা খরচ করেন তার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা শুধু বিয়ের সময়ই খরচ করেন তাঁরা। শুধু তাই নয়, ভারতে মাথাপিছু আয় আড়াই লক্ষ টাকা। অর্থাৎ এক একটি বিয়েতে খরচ করা হয় মাথাপিছু আয়ের পাঁচগুণ।
যদিও ভারতে বেশিরভাগ ক্ষেত্রে অত্যাধিক জাঁকজমক করে বিয়ে করেন ধনীরাই। আর বিলাসবহুল বিবাহগুলির গড় খরচ থাকে ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা। এর মধ্যে রয়েছে বিয়ের বিলাসবহুল বিয়েবাড়ি, একাধিক অনুষ্ঠান, অতিথিদের থাকার বিলাসবহুল জায়গা, ক্যাটারিং, বিয়েবাড়ির ডেকরেশন, বিনোদনের খরচ। তবে বিয়ের গয়না, পোশাক ও যাতায়াত ভাড়া নিয়ে কিন্তু খরচের পরিমাণ আরও বেশি।
সমীক্ষায় এও ধরা পড়েছে, বিয়ের মোট খরচের ২০ শতাংশ ক্যাটারিংয়ে ও ১৫ শতাংশ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে খরচ হয়। ভারতে যে পরিমাণ গয়না বিক্রি হয় তার অর্ধেকেরও বেশি কনের গয়না। পোশাকের ক্ষেত্রে ১০ শতাংশেরও বেশি খরচ হয় বিয়ের জন্য।
TOP RELATED