Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বিশ্ব র‍্যাপিড দাবায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হাম্পি

বিশ্ব র‍্যাপিড দাবায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হাম্পি

Published on: Published on 2024-12-30 11:34 AM

Share on:

বিশ্ব দাবায় ফের উড়ল ভারতের ত্রিবর্ণরঞ্জিত পতাকা। রবিবার নিউ ইয়র্কে বিশ্ব র‍্যাপিড চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলেন ভারতের দাবাড়ু কোনেরু হাম্পি। এই নিয়ে দু’বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন হাম্পি। এর আগে ২০১৯ সালেও এই খেতাব জিতেছিলেন। এছাড়া গতবছর রানার্স হয়েছিলেন। আর ২০১২ সালে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।প্রতিযোগিতার অন্তিম রাউন্ডে ইন্দোনেশিয়ার দাবাড়ু আইরিন সুকন্দরকে খেতাব নিশ্চিত করেন হাম্পি। দিন কয়েক আগেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতের নবীন দাবাড়ু ডি গুকেশ। ভারতীয় দাবার এই জয়যাত্রা হাম্পিও বজায় রাখলেন। শুধু
তাই নয়, এবারের দাবা অলিম্পিয়াডেও ভারত পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। ৩৭ বছরের দাবাড়ু হাম্পি ৮.৫ পয়েন্ট পেয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্বের দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসাবে একাধিকবার বিশ্ব র‍্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল চিনের জু ওয়েনজুনের। জয়ের পর উচ্ছ্বসিত হাম্পি বলেন, “আমি ভীষণই উচ্ছ্বসিত। একইসঙ্গে খুব খুশি। সত্যি কথা বলতে কী, জানতাম শেষ রাউন্ডে কঠিন লড়াই হবে। শেষপর্যন্ত আমি খেতাব জিতেছি। তবে পুরোটাই আমার কাছে অপ্রত্যাশিত ছিল। কারণ, গোটা বছরটাই আমাকে কাটাতে হয়েছ কঠিন সময়ের মধ্যে। প্রচুর লড়াই করতে হয়েছে আমাকে। তাই চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।”এদিন হাম্পি কালো ঘুঁটি নিয়ে খেলেন। এই ভারতীয় দাবাড়ু প্রতিযোগিতার প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হলেন। হাম্পি বলছিলেন, “প্রথম রাউন্ডে হারের পর কখনও ভাবিনি যে চ্যাম্পিয়ন হতে পারব। তবে পরপর চারটি গেম জেতার ফলে খেতাব জয়টা সহজ হয়েছে।” শুধু দাবার বোর্ডে নয়, বোর্ডের বাইরেও পরিবেশজনিত সমস্যায় পড়েছিলেন হাম্পি। তাঁর বক্তব্য, “ভারতের সময়ের সঙ্গে আমেরিকার সময়ের পার্থক্য রয়েছে। ফলে ভালোভাবে ঘুমোতে পারিনি। এই পরিস্থিতিতে খেলাটা মোটেই সহজ ছিল না। তবে যাবতীয় সমস্যা সামলে আমি খেতাব জিতেছি।” তিনি একইসঙ্গে জানিয়েছেন, তাঁর সাফল্য ভারতের বর্তমান প্রজন্মকে দাবা খেলার ব্যাপারে উৎসাহিত করবে। হাম্পি বলেন, “আমার তো মনে হয় বর্তমান সময়টা ভারতের জন্য খুবই উপযুক্ত। সদ্যই গুকেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমিও র‍্যাপিডে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলাম। তাই আমার মনে হয়, ভারতের নবীন প্রজন্মকে পেশাদার দাবা খেলার জন্য অনুপ্রাণিত করবে।”

TOP RELATED