Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

হকি খেলেও বড়লোক হওয়া যায়!ভারতের

হকি খেলেও বড়লোক হওয়া যায়!ভারতের

Published on: Published on 2024-08-12 10:49 AM

Share on:

ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, অসম্ভব দক্ষ এবং কুশলী এক হকি প্লেয়ার। এবারের অলিম্পিক্সে তিনি ১০ টি গোল করেছিলেন যা যে কোনও দেশের পুরুষ খেলোয়াড়দের মধ্যে গেমসের সবচেয়ে বেশি গোল।


১৯৯৬ সালে অমৃতসরে জন্মেছিলেন তিনি। ভারতের সবচেয়ে বড়লোক হকি প্লেয়ার হয়েও তিনি বড়লোক হওয়ার ঔদ্ধত্য প্রকাশ করেন না।


বরং ভীষণভাবে মাটিতে পা রেখে দলের সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে একেবারে সামনের থেকে নেতৃত্ব দেন তিনি।


  ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের অন্যতম রূপকার তিনিই। ভারতের জার্সিতে ২১৯ টি ম্যাচ খেলে ১৮৮ টি গোল রয়েছে তাঁর নামের পাশে।


  মাত্র ১৫ বছর বয়সে সুরজিৎ সিং হকি অ্যাকাডেমি থেকে যাত্রা শুরু করেন হরমনপ্রীত সিং। তিনি যে সুদক্ষ গোল স্কোরার কেরিয়ারের শুরু থেকে তাঁর ছাপ রাখতে শুরু করেন হরমনপ্রীত সিং, মালয়শিয়ায় সুলতান অফ জোহারস এ সেরা খেলোয়াড়ের সম্মান পান।


  তাঁর পারফরম্যান্স সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয় তিনি দাবাং মুম্বই ৫১,০০০ ডলারে তাঁকে দলে তুলে নেয়। এই মুহূর্তে ৫ মিলিয়ন ডলারের মালিক তিনি। ভারতীয় টাকায় যার মূল্য ৪২ কোটি টাকা। তিনি ভারতের জার্সি গায়ে খুবই সফল পাশাপাশি হকি ইন্ডিয়া লিগেও সফল খেলোয়াড়।


  ২০২০ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ১৫ লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছিল ভারতীয় হকি দল, সেই দলের সদস্য ছিলেন হরমনপ্রীত সিং।


  হরমনপ্রীত সিং বিবাহিত তাঁর স্ত্রীয়ের নাম অমনদীপ কউর। তাঁর একটি কন্যা সন্তান রয়েছে যাঁর নাম রুহানত।

TOP RELATED