Last Update
আইফোন ১৪ প্লাস মডেল কিনতে পারবেন আপনিও
এক্সপ্রেস কলকাতা ডেস্ক : আপনি যদি আইফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ফ্লিপকার্টে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আইফোন ১৪ প্লাস মডেলে থাকছে ব্যাপক ছাড়। ৫০ হাজার টাকার কমে আইফোন ১৪ সিরিজের এই মডেল কেনার সুযোগ পাবেন আপনি। আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির বড় ডিসপ্লে, অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট। এই ফোন কেনার ক্ষেত্রে কত ছাড় পাবেন, বিস্তারিত দেখে নিন। ফ্লিপকার্টে আইফোন ১৪ প্লাস মডেলে ছাড় এখন ফ্লিপকার্টে এই ফোনের দামে রয়েছে ছাড়। প্রায় ১৬ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ৬৬,৯৯৯ টাকা লঞ্চের সময় আইফোন ১৪ প্লাস মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। আইফোন ১৩ কিংবা আইফোন ১৩ মিনি- এই দুই মডেল এক্সচেঞ্জ করে আইফোন ১৪ প্লাস ফোন কিনলে, তবেই এই বিপুল পরিমাণ এক্সচেঞ্জ অফার পাবেন আপনি। আর যে ফোন এক্সচেঞ্জ করবেন, সেটা কী অবস্থায় রয়েছে তার উপরেও নির্ভর করবে ছাড়ের পরিমাণ। যদি সঠিক ভাবে এক্সচেঞ্জ অফার আপনি পান, তাহলে আইফোন ১৪ প্লাস মডেলের দাম কমে হবে ৪৪,২৯৭ টাকা। ক্রেতারা এই এক্সচেঞ্জ অফারের সুবিধা পেলে ৩৫,৬০৩ টাকা সাশ্রয় করতে পারবেন। এতটা কমে আইফোন ১৪ সিরিজের প্রো প্লাস মডেল কিনতে পারা সত্যিই সুবর্ণ সুযোগ। এখানেই শেষ নয়। ক্রেতাদের জন্য রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ যদি আপনি পুরনো ফোনের পরিবর্তে আইফোন ১৪ প্লাস মডেল কেনেন তাহলে প্রায় ২৩ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে। এবার দেখে নেওয়া যাক আইফোন ১৪ প্লাস মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে • স্লিক ডিজাইনের আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে। তার উপরে কর্নিং গ্লাস প্রোটেকশন। ফোনের রেয়ার প্যানেলেও এই ফিচার দেখা যাবে। এটি আসলে গ্লাস ফ্রন্ট অ্যান্ড ব্যাক স্ক্রিন। তার সঙ্গে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য সেরামিক শিল্ডের গ্লাস রয়েছে। • আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ডুয়াল ১২ মেগাপিক্সেলের লেন্স। এর মধ্যে একটি ওয়াইড লেন্স যার সঙ্গে সেনসর শিফট অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে আলট্রা ওয়াইড লেন্স। আর রয়েছে ডুয়াল এলইডি টোনের ফ্ল্যাশ, 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা। সেলফি তোলা এবং ভিডিও কলের রয়েছে জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এর সাহায্যেও 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। • স্টারলাইট, মিডনাইট, ব্লু, পার্পল এবং (প্রোডাক্ট) রেড- এই চার রঙে কেনা যাবে আইফোন ১৪ প্লাস ফোন। অ্যাপেলের এ ১৫ বায়োনিক চিপ রয়েছে এই আইফোনে। এছাড়াও রয়েছে ৬ জিবি র্যাম। এর পাশাপাশি ১২৮,২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে আইফোন ১৪ প্লাস ফোন লঞ্চ হয়েছে।
TOP RELATED