Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

‘খারাপ বস’ মিম নিয়ে প্রতিক্রিয়া গোয়েঙ্কার

‘খারাপ বস’ মিম নিয়ে প্রতিক্রিয়া গোয়েঙ্কার

Published on: Published on 2024-11-27 07:28 PM

Share on:

ম্যাচে হারের পর প্রকাশ্যেই অধিনায়ক কে এল রাহুলকে তীব্র ভর্ৎসনা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আইপিএলের নিলাম শেষ হওয়ার পরে ফের চর্চায় সেই সঞ্জীব গোয়েঙ্কা । ২৭ কোটির বিরাট অঙ্ক খরচ করে ঋষভ পন্থকে কেনার পর থেকেই লখনউ সুপার জায়ান্টসের মালিককে নিয়ে মিমের ছড়াছড়ি নেটদুনিয়ায়। মিম নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন গোয়েঙ্কা নিজেও।আগেই জল্পনা ছিল, আসন্ন আইপিএলে রাহুলকে রিটেন করবে না লখনউ। রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরে সেই জল্পনায় সিলমোহর পড়ে। নিলামের সময়ে ঋষভের জন্য ২০ কোটি থেকে একলাফে ২৭ কোটির দর হেঁকে দেন গোয়েঙ্কা। শেষ পর্যন্ত ভারতীয় উইকেটকিপারকে কিনে নেয় লখনউ। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার হিসাবে নজির গড়েন পন্থ।তার পর থেকেই নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় হয়েছে একটি মিম। সেখানে দেখা যাচ্ছে, লখনউয়ের প্রাক্তন অধিনায়ক রাহুল কথা বলছেন পন্থের সঙ্গে। রাহুলের মতে, “দেখ ভাই, কোম্পানি বেশ ভালো। মাইনেও ভালোই পাবি। কিন্তু বস খুব খারাপ।” অর্থাৎ লখনউয়ে যোগ দিয়ে পন্থ বিরাট দাম পেলেও নিজের মতো খেলার পরিবেশ পাবেন না।ভাইরাল হওয়া এই মিম নিয়ে পন্থ বা রাহুল কেউই মুখ খোলেননি। তবে যাঁকে ঘিরে এই মিম, সেই ‘খারাপ বস’ গোয়েঙ্কা জানান, ভাইরাল হওয়া মিম দেখেননি তিনি। তবে প্রয়োজন পড়লে তিনি কড়া বস হতে মোটেই দ্বিধা করেন না। গোয়েঙ্কার মতে, “এইটুকু বলতে পারি বস খুবই ভালোবাসে সকলে, ভালো-মন্দের খেয়াল রাখে। পাশাপাশি কড়াও হতে পারে। যখন দরকার তখন ভালোবাসে, যখন দরকার খোঁজ রাখে। কিন্তু যখন দরকার তখন বকুনিও দেয়।” লখনউ মালিকের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে নেটদুনিয়ায় প্রশ্ন, গত মরশুমে রাহুলের পর এবার কি গোয়েঙ্কার রোষে পড়বেন পন্থও?

TOP RELATED