Last Update
সঞ্জু স্যামসন বনাম ভিরাট কোহলি: কে হবে আসন্ন বিশ্বকাপের হিরো?
এক্সপ্রেস কলকাতা ডেস্ক:২০২৪ আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসন, চলতি আইপিএল টুর্নামেন্টে ব্যাট হাতে ইতিমধ্যেই নজর কেড়েছেন। পাঁচ ম্যাচের মধ্যে ইতিমধ্যেই তিনি তিনটে হাফসেঞ্চুরি করে ফেলেছেন। অন্যদিকে পিছিয়ে নেই বিরাট কোহলিও। তিনিও একটি শতরানের পাশাপাশি জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। এই পরিস্থিতিতে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের তিন নম্বর ব্যাটার হিসেবে কাকে সুযোগ দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আপাতত চার নম্বরে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস দলের অধিনায়ককে এবারের টুর্নামেন্টে যেন এক নয়া অবতারে দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই তিনি ১৫৭.৬৯ স্ট্রাইক রেটে মোট ২৪৬ রান করেছেন। ভারতের এই উইকেটকিপার-ব্যাটার ইতিমধ্যেই নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন এবং আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে নিজের নামটা সবার আগে তুলে ধরেছেন। এবারের আইপিএল টুর্নামেন্টে স্যামসন ইতিমধ্যে তিনটে হাফসেঞ্চুরি করেছেন এবং তাঁর ব্যাটিং গড় ৮২.০০।
অন্যদিকে, ২০১৬ সালের পর থেকে নিজের হারানো ফর্ম খুঁজে পাওয়ার চেষ্টা করছেন বিরাট কোহলি। বর্তমানে আইপিএল টুর্নামেন্টে কমলা টুপি অর্জনকারী বিরাট মনে করেন যে ক্রিকেট থেকে এখনও তাঁর অনেককিছু অর্জন করা বাকি রয়েছে। চলতি আইপিএল টুর্নামেন্টে তিনি শুরুটা বেশ ধীরগতিতে করলেও, ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন। সবথেকে বড় কথা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একাই লড়াই করে যাচ্ছেন বিরাট।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্রিগেডের একমাত্র যোদ্ধা কিং কোহলি, গত চার ম্যাচে ইতিমধ্যেই ৩১৬ রান করে ফেলেছেন। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক রানের তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি। তাঁর ব্যাট থেকে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটো হাফসেঞ্চুরিও সকলের নজর কেড়েছে। তবে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে কিন্তু অবশ্যই একটা চিন্তা রয়ে গিয়েছে।
অনেকেই হয়ত বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে তর্ক জুড়তে পারেন। তবে এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে কোহলি যখন শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেইসময় RCB-র কোনও ব্যাটারই তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেনি। বর্তমানে বিরাট কোহলি ১৪৬.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করছেন। তবে কোহলির মধ্যে যে অগাধ অভিজ্ঞতা রয়েছে, তা অন্য যে কোনও ব্যাটারের থেকে তাঁকে আলাদা করবে। আর এই জায়গাতেই কিং কোহলি আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে অনায়াসে নিজের নাম লেখাতে পারেন।
TOP RELATED