Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আইপিএল প্রেমীদের জন্য সুসংবাদ! ইডেনে রাতে ম্যাচ দেখে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন!

আইপিএল প্রেমীদের জন্য সুসংবাদ! ইডেনে রাতে ম্যাচ দেখে বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন!

Published on: Published on 2024-04-23 11:35 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ঘরের মাঠ ইডেনে হইহই করে আইপিএলের ম্যাচ দেখতে পৌঁছে যান ক্রিকেট প্রেমীরা। তবে রাতের ম্যাচ শেষ হতে প্রতিদিনই সাড়ে ১১টার বেশি দেরি হয়ে যায়৷ তাই বেশি রাতে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হয় বহু দর্শকদের৷ বিশেষ করে যারা কলকাতার বাসিন্দা নন৷ বাড়ি ফেরার জন্য ট্রেনই যাঁদের সবচেয়ে বড় ভরসা৷ এবার তাঁদের ‘দুঃখে’র অবসান ঘটাতে আসরে নামল পূর্ব রেল। কেকেআরের খেলার দিনগুলোতে দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১১ মে খেলা শেষ হওয়ার পর দর্শকদের তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পূর্ব রেল। ওই দিনগুলিতে রাত ১১ টা ৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসতে পৌঁছবে রাত ১টায়। এই ট্রেনটি প্রিন্সেপঘাট থেকে যাত্রা শুরু করে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে।
ওই দিনই অপর একটি ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে ১২:০২ মিনিটে বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে রাত ০১:৩২ মিনিটে। পূর্ব রেলের তরফে এই ঘোষণার পর স্বাভাবিক ভাবেই খুশির বন্যা বয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।

TOP RELATED