Last Update
জম্মু ও কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ
জম্মু ও কাশ্মীরে ফের উত্তেজনা। কুপওয়ারায় শুরু হয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই। ইতিমধ্যেই জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন জখম এক জওয়ান। নিয়ন্ত্রণ রেখা বরাবর মাচিল সেক্টরে সেনা জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছিল। মেজর পদাধিকারীর এক সেনা অফিসারের গুলি লাগে। জানা গিয়েছে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যান।
এখনও চলছে গুলির লড়াই। সীমান্ত বরাবর প্রবল উত্তেজনা তৈরি হয়েছে কাশ্মীরে। আরও চার জওয়ান আহত হয়েছেন গুলির লড়াইয়ে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে শনিবার ভোটে সেনা ছাউনি লক্ষ্য কর গুলি চালায় জঙ্গিরা।
TOP RELATED