Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বিরাট অঙ্কের অর্থপ্রাপ্তি টিম ইন্ডিয়ার

বিরাট অঙ্কের অর্থপ্রাপ্তি টিম ইন্ডিয়ার

Published on: Published on 2024-07-01 08:20 AM

Share on:

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশবাসীর স্বপ্নপূরণ করেছেন রোহিতরা। শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এবার তার সঙ্গে বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করলেন জয় শাহ। নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা জানালেন বিসিসিআই সেক্রেটারি।
ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন জয় শাহ। তাঁর হাত থেকেই ট্রফি তুলে নেন রোহিত শর্মা। আর এদিন টিম ইন্ডিয়ার জন্য রইল বিশেষ উপহার। ১২৫ কোটি টাকা দেওয়া হবে বিসিসিআইয়ের তরফ থেকে। সেই খবর জানিয়ে জয় শাহ সোশাল মিডিয়ায় লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জেতার জন্য টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি টাকা দেওয়া হবে। এই দলটা অসাধারণ প্রতিভা, তাগিদ আর খেলোয়াড়ি মনোভাবে পরিপূর্ণ। গোটা টুর্নামেন্ট জুড়েই সেটা দেখা গিয়েছে। সকল প্লেয়ার, কোচ আর সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই এই অসাধারণ সাফল্যের জন্য।”
তবে কে কত টাকা পাবেন, তা আলাদা করে ঘোষণা করা হয়নি। সকলে সমানভাগ পাবেন কিনা, সেটাও স্পষ্ট নয়। তবে যেটাই হোক না কেন, রোহিত-বিরাটরা বিশ্বকাপ জয়ের জন্য অর্থ পাবেন তার সঙ্গে জুড়ে যাবে এই অঙ্ক। বিশ্বজয়ীদের জন্য আইসিসি দেবে ২০.৪২ কোটি টাকা। আর তার সঙ্গে বাড়তি বিসিসিআইয়ের পুরস্কার। উল্লেখ্য, গত মাসে আইপিএল শেষ হওয়ার পর মাঠকর্মীদের জন্যও আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই।

TOP RELATED