Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

হাতে স্যালাইনের নল, হাসপাতালে ভর্তি যীশুপত্নী নীলাঞ্জনা

হাতে স্যালাইনের নল, হাসপাতালে ভর্তি যীশুপত্নী নীলাঞ্জনা

Published on: Published on 2024-07-15 03:43 PM

Share on:

কোমল হাতে নেলপলিশে পরা নখ। আর হাতের পাতার উপরে সুঁচ ফোটানো। হাসপাতালের বিছানায় শুয়ে ঠিক এইরকমই একটি ছবি পোস্ট করেছেন যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'ভেঙে গিয়েছি তবুও সুন্দর'। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন নীলাঞ্জনা। সেই জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে জলের ঘাটতি হওয়ায় অসুস্থ বোধ করছিলেন। তাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন যীশুপত্নী নীলাঞ্জনা সেনগুপ্ত।


চিকিৎসক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। ঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন। কী ভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন সেটা অবশ্য এখনও জানা যায়নি। রবিবার নীলাঞ্জনা তাঁর সমাজমাধ্যমের পেজে ছবিগুলো শেয়ার করেন। হাসপাতাল থেকে নিজেই ছবি পোস্ট করেছেন অভিনেতার স্ত্রী। একটি ছবিতে হাতে সুঁচ ফোটানো আর অপরটিতে হাসপাতালের বাইরের ছবি। সেখানেও একটাই কথা লিখেছেন, 'ভেঙে গিয়েছি তবুও সুন্দর'। ইনস্টা স্টোরিতে একটি ভিডিয়োও শেয়ার করেছেন। যেখানে গণেশ মূর্তির সামনে মায়ের সঙ্গে পুজো করছেন। ক্যাপশনে লিখেছেন, 'আমার শক্তি।'


ইনস্টা হ্যান্ডেলে এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নীলাঞ্জনার ভক্তরা। প্রসঙ্গত, নীলাঞ্জনার পরিচয় শুধু তারকা পত্নী নন। তিনি একজন প্রযোজকও বটে। এই মুহূর্তে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার তরফে চলছে ডেইলি সোপ হরগৌরী পাইস হোটেল। অনেকদিন আগেই রুপোলি দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। এখন শুধু প্রযোজনার কাজ করছেন যীশু ঘরণী। সদ্যই গ্র্যাজুয়েট হয়েছেন যিশুকন্যা সারা সেনগুপ্ত। শহরেরই একটি নামী কলেজে পড়তেন সৃজিতের উমা। হ্যাঁ,উমাতে অভিনয়ের পর সারাকে এই নামেই সকলের কাছে যেন বেশি পরিচিত হয়ে উঠেছেন।


স্নাতক হওয়ার পর কনভোকেশন ডে পালিত হয় সারার কলেজে। উপস্থিত ছিল গোটা সেনগুপ্ত পরিবার। উপস্থিত ছিলেন সারার মাসিও। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ সারা সেনগুপ্ত। কয়েকদিন আগে গোয়ায় ঘুরতেও গিয়েছিলেন যীশু কন্যা। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন এই স্টার কিড। সবটা বেশ ভালোই চলছিল। আচমকাই পরিবারে ছন্দপতন। অসুস্থ হয়ে পড়েছেন সারার মা নীলাঞ্জনা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।


TOP RELATED