Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

গুচ্ছের 5G প্ল্যান আনল এয়ারটেল

গুচ্ছের 5G প্ল্যান আনল এয়ারটেল

Published on: Published on 2024-07-10 11:40 AM

Share on:





গত এক বছরে প্রচুর মানুষ 5G ফোন কিনেছেন এই আশায়, যে তাঁরা সস্তায় 5G ইন্টারনেট উপভোগ করবেন। কিন্তু, সেই পরিকল্পনায় কিছুটা আশাহত হয়েছেন অনেকেই। কারণ সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে জিও এবং এয়ারটেল। এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল। রিচার্জের দাম বেড়ে যাওয়া ফলে 5G প্ল্যানেও এসেছে বদল। এখন হাই-স্পিড 5G অফার পেতে কত টাকা খরচ করতে হবে জেনে নিন।



এয়ারটেল 5G প্রিপেইড প্ল্যানে

ভালো বিষয় হল, জিও’র মতো এয়ারটেল 5G রিচার্জের জন্য আলাদা কোনও ক্যাটাগরি নিয়ে আসেনি। তবে কয়েকটি নির্দিষ্ট প্রিপেইড প্ল্যান রয়েছে, যেগুলো রিচার্জ করলে তবেই আনলিমিটেড 5G অফার পাওয়া যাবে।



প্ল্যানের দাম সুবিধা

3999 টাকা এই রিচার্জ ক্রিকেট প্যাক ক্যাটাগরির অধীনে পাওয়া যাবে, ভ্যালিডিটি 365 দিন, আনলিমিটেড কল, দৈনিক 3 জিবি ডেটা সঙ্গে আনলিমিটেড 5G, দৈনিক 100টি SMS এবং 84 দিনের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

1798 টাকা ট্রুলি আনলিমিটেড ক্যাটাগরির অধীনে পাবেন, ভ্যালিডিটি 84 দিন, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি SMS, দৈনিক 3 জিবি 4G ডেটা, সঙ্গে আনলিমিটেড 5G এবং 84 দিনের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

1199 টাকা ভ্যালিডিটি 84 দিন, দৈনিক 2.5 জিবি 4G ডেটা, আনলিমিটেড 5G, দৈনিক 100টি SMS, আনলিমিটেড কলিং

1029 টাকা ক্রিকেট প্যাক ক্যাটাগরির অধীনে পাবেন, ভ্যালিডিটি 84 দিন, আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি 4G ডেটা, আনলিমিটেড 5G , দৈনিক 100টি SMS, 3 মাসের ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন

838 টাকা ট্রুলি আনলিমিটেড ক্যাটাগরির অধীনে মিলবে, 56 দিন ভ্যালিডিটি, দৈনিক 3 জিবি 4G ডেটা, আনলিমিটেড 5G, দিনিক 100টি SMS, 56 দিনী অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন

3599 টাকা ট্রুলি আনলিমিটেড ক্যাটাগরির অধীনে পাবেন, ভ্যালিডিটি 365 দিন, দৈনিক 2 জিবি 4G ডেটা, আনলিমিটেড 5G, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 100টি SMS

429 টাকা 30 দিন ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, দৈনিক 2.5 জিবি 4G ডেটা, আনলিমিটেড 5G, প্রতিদিন 100টি SMS

409 টাকা 28 দিন ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড 5G এবং প্রতিদিন 100টি করে SMS

379 টাকা 30 দিন ভ্যালিডিটি, দৈনিক 2 জিবি 4G ডেটা, আনলিমিটেড 5G, প্রতিদিন 100টি করে SMS


TOP RELATED