Last Update
ফের বাজারে Jio ম্যাজিক! ২৮ দিনের জন্য সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এল মুকেশ আম্বানি
ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও একচ্ছত্র আধিপত্য করছে। সর্বাধিক গ্রাহক নিয়ে এই মুহূর্তে জিও ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা। গত বছর জিও মাত্র ৯৯৯ টাকায় বাজারে লঞ্চ করে JioBharat V2 ফোন। এই 4G ফিচার ফোনের জন্য জিও লঞ্চ করেছে সস্তার একাধিক রিচার্জ প্ল্যান ।
ফের সস্তার রিচার্জ নিয়ে হাজির Jio
এই প্ল্যানে জিও ভারত ফোন ব্যবহারকারীরা পেয়ে থাকেন 4G ডেটা, আনলিমিটেড কলস ও জিওর OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন। রিলায়েন্স জিও ভারতের টেলিকম বাজারের মানচিত্র বদলে দিয়েছিল। একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান ব্যাপকভাবে টেলিকম গ্রাহকদের আকৃষ্ট করেছিল।
তারপর ধীরে ধীরে অন্যান্য টেলিকম অপারেটরের গ্রাহকরা নিজেদের নম্বর পোর্ট করিয়ে যুক্ত হন জিওর সাথে। তারপর গ্রাহক সংখ্যা বাড়তে থাকলে জিও বারবার বৃদ্ধি করেছে রিচার্জ প্যাকের দাম। এই অবস্থায় অনেক গ্রাহক যখন BSNL-এ নিজেদের নম্বর পোর্ট করার কথা ভাবছেন, তখন জিওর এই সস্তার রিচার্জ প্ল্যান গেম চেঞ্জার হতে পারে।
আজ আমরা জিওর একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করব যেটিতে জিও গ্রাহকরা অত্যন্ত সস্তায় প্রায় ১ মাসের বৈধতা সহ পেয়ে যাবেন হাইস্পিড ইন্টারনেট। এই প্ল্যানের মূল্য ২৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতে গ্রাহকরা পেয়ে যাবেন ৪২ জিবির ডেটা, আনলিমিটেড ফোন কলসের সুযোগ। গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এছাড়াও থাকছে প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা। পাশাপাশি এই প্যাকের সাথে থাকবে Jio TV, Jio Cinema এবং Jio Cloud অ্যাক্সেস করার মতো আকর্ষণীয় সুযোগ। ডেইলি কোটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড নেমে আসবে 64kbps গতিতে। তবে এই প্যাকে Jio Cinema Premium সাবস্ক্রিপশন থাকবে না।
TOP RELATED