Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

অনুষ্ঠানের মঞ্চ থেকে হঠাৎ দেবকে ফোন যিশুর

অনুষ্ঠানের মঞ্চ থেকে হঠাৎ দেবকে ফোন যিশুর

Published on: Published on 2024-11-11 06:45 PM

Share on:

‘খাদান’ সিনেমার বড় চমক সম্মুখ সমরে দেব-যিশু। এই ছবিতে যিশু ভক্তদের জন্য যে বড় চমক অপেক্ষা করছে, তা ইতিমধ্যেই কিছু ঝলকে বোঝা গিয়েছে। কিন্তু এবার মেদিনীপুরের এক অনুষ্ঠানে গিয়ে মঞ্চ থেকে সটান দেবকেই ফোন করলেন অভিনেতা। আচমকাই কেন ঘাটালের তারকা সাংসদের শরণে যিশু সেনগুপ্ত এমন কৌতূহল অস্বাভাবিক নয়! উপরন্তু গত কয়েক মাসে যিশুর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত নেই। নীলাঞ্জনার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের কথাও প্রকাশ্যে এসেছে। এক ছাদের তলায় আর থাকেন না তাঁরা। এদিকে নীলাঞ্জনা দুই মেয়ে সারা-জারাকে আকড়ে ধরে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। তাঁদের দাম্পত্যে চিড় ধরার জল্পনার মাঝেই এই প্রথমবার জনঅরণ্যের ভিড়ে দেখা গেল যিশুকে। মেদিনীপুরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে কেন দেবকে ফোন করলেন? এখানেই টুইস্ট!আসলে মঙ্গলবার প্রকাশ্যে আসতে চলেছে ‘খাদান’ সিনেমার প্রথম গান ‘রাজার রাজা’। সেই গানের পয়লা ঝলকে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন টলিউড সুপারস্টার। একেবারে যেন হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমার স্টাইলে দেখা গেল দেবকে। দেব বলছেন, এই গানের জন্য বছর দশেক বাদে নাচলেন তিনি। অতঃপর ‘খাদান’ সিনেমায় যে ‘পুরনো দেবকে’ দেখা যাবে, সেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি। আর সেই ‘রাজার রাজা’ গানটি রিলিজ করার আগেই মেদিনীপুরে অনুষ্ঠানের মঞ্চ থেকে দেবকে ফোনে ধরেন যিশু। পুরো বিষয়টাই আসলে গানের প্রচারের জন্য।গত সেপ্টেম্বর মাসে যখন ডিভোর্স জল্পনায় জেরবার যিশু, তখন আসানসোলে ধুতি-পাঞ্জাবি পরে ‘খাদান’-এর শুটিংয়ে দেখা গিয়েছিল অভিনেতা। “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি”, ক্যাপশনে একথা লিখেই যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছিল। পোস্টারে যিশুকে কীর্তনিয়ার বেশে দেখা যায়। তবে চরিত্রের সংলাপে যেন যুদ্ধের আভাস। “শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য”, এমন কথা শোনা গিয়েছে যিশুর চরিত্রের মুখে। তার সঙ্গে ‘জয় গুরু’ বলেই হায়নার মতো হাসি। এবার মেদিনীপুরের অনুষ্ঠানের মঞ্চ থেকে সহ-অভিনেতা দেবকে ফোনে ধরলেন গানের প্রচারের জন্য।

TOP RELATED