Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

‘ভূতবাংলো’য় বন্দি অক্ষয়-যিশু!

‘ভূতবাংলো’য় বন্দি অক্ষয়-যিশু!

Published on: Published on 2025-01-14 07:17 PM

Share on:

‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মশালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তবে মাঝে তাঁদের সম্পর্কে ভাঁটা পড়ে! দীর্ঘ ১৪ বছর বন্ধুত্বের খরা কাটিয়ে এবার একসঙ্গে ‘ভূতবাংলো’ উপহার দিতে চলেছেন। যে ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আর অক্ষয় কুমারের সেই ‘ভূতবাংলো’তেই বিশেষ চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা ছবির পাশাপাশি চুটিয়ে হিন্দি ছবিতেও অভিনয় করছেন। ৩টি দক্ষিণী ছবিও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মরদানি’, ‘মণিকর্নিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। কখনও তাঁকে বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়ের স্বামীর ভূমিকায় তো কখনও বা আবার কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা গিয়েছে। এবার অক্ষয় কুমারের ভূতুড়ে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় যিশু সেনগুপ্ত। সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে খলচরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা। এবার বলিউডের বিগ বাজেট সিনেমায় বঙ্গসন্তান। প্রিয়দর্শন পরিচালিত সিনেমায় প্রথমবার অভিনয় করতে চলেছেন যিশু। আর সেই খবরটা ফাঁস করলেন তাব্বু। কারণ তিনিও ‘ভূতবাংলো’তে রয়েছেন। রবিবার শুটিং শুরু হওয়ার খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর সেই পোস্টেই যিশু সেনগুপ্তর নাম জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা- ‘আমরা এখানে বন্দি।’ উল্লেখ্য, অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’ ছবিতে ওয়ামিকা গাব্বিও রয়েছেন।এই সিনেমার সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও কি বক্স অফিসে সুনামী আনতে পারবে অক্ষয়ের কেরিয়ারে খরা কাটানোর পাশাপাশি? ২০২৫ সালে চোখ থাকবে সেদিকে।

TOP RELATED