Last Update
মাইনে চাইতে বিধানসভায় জ্যোতিপ্রিয়!
১৫ মাস পর বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। বন্দি থাকাকালীন স্বাভাবিক নিয়মেই বন্ধ ছিল বিধায়কের বেতন ও ভাতা। জামিনে মুক্তি পেতেই বিধানসভায় বকেয়া বেতনের আর্জি জানালেন তিনি। তবে নিয়ম মেনে জমা দিতে হবে বেশ কিছু নথি।রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন আগেই নাম জড়িয়েছিল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। পরবর্তীতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ১৫ মাস জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। ফিরেছেন বাড়িতে। তারপরই সোমবার দুপুরে বিধানসভায় হাজির হলেন জ্যোতিপ্রিয়। জানা গিয়েছে, নিয়ম মেনে জামিনের নথি বিধানসভায় পেশ করতে হয়। সেই সংক্রান্ত তথ্য জানতেই এদিন বিধানসভায় গেলেন হাবড়ার বিধায়ক।এদিন তিনি খোঁজ নেন অধিবেশনে যোগ দিতে কী করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, বকেয়া বেতন পেতে কী করতে হবে। জানা গিয়েছে, জেল কর্তৃপক্ষের কাছে একটি নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে প্রাক্তন মন্ত্রীকে। তারপরই জেলের তরফে কোন মামলায় গ্রেপ্তার ও জামিন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে। তা জমা দিতে হবে বিধানসভায়। আইনি সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত নিয়ম মাফিক বিধানসভায় যোগ দিতে পারবেন না বালু। আগামিকাল জেলের আইনি সব কাগজ নিয়ে অধ্যক্ষের কাছে যাবেন তিনি।
TOP RELATED