Last Update
দক্ষিণবঙ্গের ছয় জেলায় ফের কালবৈশাখীর পূর্বাভাস, সাথে বৃষ্টির সম্ভাবনা।
তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি পেয়েছে বাংলা। কয়েকদিন ধরেই বেশ মনোরম আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ফের বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, দক্ষিণবঙ্গের ছয় জেলায় আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সাথে দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুপুরেই কলকাতায় হতে পারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গে ছয় জেলায় ঝোড়ো বাতাসের তীব্রতা বেশি থাকবে। সোমবার পযর্ন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া – এই ৬ জেলায় ব্রজ বিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর – এই দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। সন্ধ্যার সময়ে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়ে আলিপুর আবাহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।
TOP RELATED