Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কল্কি'র শুটিংয়ে অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ থাকতেন রণবীর

কল্কি'র শুটিংয়ে অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ থাকতেন রণবীর

Published on: Published on 2024-07-05 06:10 PM

Share on:

 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে গর্ভবতী অবস্থায় দেখা গিয়েছে দীপিকা পাডুকোন অভিনীত চরিত্র 'সুমতি'কে। তবে জানেন কি ছবির শুটিং চলাকালীনই বাস্তবে অন্ত্বঃসত্ত্বা হয়েছিলেন তিনি! সদ্য সেই কথা ফাঁস করেছেন 'কল্কি'র 'কম্যান্ডার মানস' অর্থাৎ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।


শাশ্বতর কথা থেকেই জানা যায়, গর্ভবতী অবস্থায় দীপিকার শুটিং করা নিয়ে খানিক চিন্তিতও ছিলেন তাঁর স্বামী তথা বলি-অভিনেতা রণবীর সিং। শুটিং সেটে স্ত্রীয়ের সঙ্গে হাজির থাকতেন তিনি। সেই সময় তাঁকে নিশ্চিন্ত করেন এই বাঙালি অভিনেতা। এ প্রসঙ্গে 'বব বিশ্বাস' বলেন, "ছবির ক্লাইম্যাক্সের শুটিং মুম্বইতে করা হয়েছিল। কারণ দীপিকা ততদিনে গর্ভবতী। আর ওই দৃশ্যে দীপিকাকে মাটিতে ফেলে, চুল টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিনয় করতে হবে আমাকে। সেটে দাঁড়িয়ে থাকা রণবীরের কাছে গিয়ে আশ্বাস দিয়েছিলাম। জানিয়েছিলাম, দুঃশ্চিন্তা করতে না কারণ এই দৃশ্যায়নের বেশিরভাগ অংশটুকুই সারা হবে দীপিকার বডি-ডাবলের সঙ্গে। মিষ্টি হেসে রণবীরের জবাব ছিল, 'হ্যাঁ দাদা। আমি জানি।' ওই রকম চিন্তাগ্রস্থ অবস্থাতেও রণবীরের নম্র স্বভাব মুগ্ধ করেছিল।"


প্রসঙ্গত, 'কল্কি'তে অমিতাভ বচ্চন,কমল হাসন, প্রভাসের মতো তাবড় অভিনেতাদের পাশে সমালোচকদের নজর কেড়েছেন শাশ্বত। একইসঙ্গে দর্শকমহলেও শাশ্বত অভিনীত এই খলনায়ক চরিত্রটি নিয়ে যথেষ্ট চর্চা চলছে।

TOP RELATED