Last Update
জার্মানিতে একা ক্যাটরিনা, মুম্বইয়ে তৃপ্তিতে মজে ভিকি!
খবরে 'ব্যাড নিউজ'। জার্মানিতে একা ক্যাটরিনা কাইফ। এদিকে মুম্বইতে তৃপ্তি দিমরির সঙ্গে মাখো মাখো রসায়নে মজে ভিকি কৌশল! যদিও অনস্ক্রিন, তবুও ভিকি-তৃপ্তির রোমান্স দেখে 'তওবা তওবা' করছে নেটপাড়া।আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারকাদম্পতিরা জুটিতে হাজির হলেও ভিকি কৌশলের পাশে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে । অভিনেত্রী মাসখানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে কিন্তু পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে তাঁরা জিজ্ঞেস করেছিলেন, 'বউদি কোথায়?' ভিকির উত্তর নিয়েও চর্চার অন্ত নেই নেটপাড়ায়। এসবের মাঝেই তৃপ্তি দিমরির সঙ্গে ভিকি কৌশলের 'রোমান্স' দেখে শোরগোল নেটপাড়ায়। 'জানাম' গানের ঝলক দেখে যেখানে সকলের 'অ্যাড্রিনালিন রাশ' চড়চড়িয়ে বেড়ে গিয়েছে। এমনকী বলিপাড়ার তারকারাও কমেন্ট সেকশনে মতামত জানিয়েছেন, সেখানে ক্যাটরিনা কিন্তু 'স্পিকটি নট'! কমেন্ট সেকশনেও তাঁর কোনও উচ্চবাচ্য নেই।
এদিকে বুধবার জার্মান থেকেই প্রকৃতির মাঝে ছবি দিয়ে সকলকে 'সুপ্রভাত' জানিয়েছেন অভিনেত্রী। সিনেমার প্রোমোশনে ব্যস্ত ভিকি, তাই কি স্ত্রীয়ের সফরসঙ্গী হতে পারলেন না তিনি? সেই উত্তর অধরা থাকলেও স্ত্রীয়ের ছবি দেখে ভার্চুয়ালি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিকি কৌশল। ক্যাটরিনার ছবির কমেন্ট সেকশনে নানা রঙের হৃদয় ইমোজি জুড়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন ভিকি।
TOP RELATED