এক্সপ্রেস কলকাতা ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল কেজরীওয়ালকে। শুক্রবার অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়েছেন তিনি। তিহাড় জেল থেকে বেরিয়ে শনিবারই প্রথম নির্বাচনী প্রচার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ‘ভারত মাতা কি জয়’, মুক্তির পর প্রথমবার সাংবাদিক সম্মেলনে এই স্লোগানই শোনা গেল কেজরিওয়ালের গলায়। এদিন সাংবাদিক সম্মেলন করে আরও অনেক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। লোকসভা নির্বাচনে জিতলে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরবেন বলে দাবি করলেন কেজরিওয়াল। সাথে দাবি করেন, বিজেপি জিতলে অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে।
উল্লেখ্য, শনিবার সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন তিনি। আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বতী জামিন পেয়েছেন কেজরী। শনিবার কেজরী তাঁর সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম আদমি পার্টিকে দুমড়ে-মুচড়ে দিতে চেয়েছেন। চেষ্টার কোনও কসুর রাখেননি তিনি। কিন্তু ভগবানের দয়ায় আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি।’’
লোকসভা ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ইডি গ্রেফতার করে। শনিবার সেই প্রসঙ্গেই কেজরীওয়াল বলেছেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে ভরে দেশের রাজনীতিকেই খতম করে দেবে।’’ তাঁর দাবি, দেশ জুড়ে এক ভয়ঙ্কর মিশন চালু করেছেন মোদী। “মিশনের নাম ‘ওয়ান নেশন, ওয়ান লিডার’। দেশের সব নেতাকে শেষ করতে চাইছে। মনীশ সিসোদিয়া, কেজরীওয়াল থেকে শুরু করে মমতার মন্ত্রীদের জেলে পাঠানো হয়েছে। লিখে রাখুন, এবার ভোটে জিতলে জেলে থাকবেন মমতা, জেলে থাকবেন তেজস্বী, জেলে থাকবেন স্ট্যালিন, জেলে থাকবেন উদ্ধব, পিনারাই বিজয়ন।”
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা প্রশ্ন করে, ইন্ডিয়া জোটের প্রধান মন্ত্রী কে হবে। আমি প্রশ্ন করছি, বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন? সামনের বছর মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। বিজেপিতে কারও ৭৫ বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন। আডবাণী, যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন, তাহলে কে হবেন প্রধানমন্ত্রী?’’ কেজরীওয়ালের দাবি, মোদী নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। অমিত শাহকেই প্রধানমন্ত্রী করা হবে।