Last Update
সৌরভের মুখে বাংলা সিনেমার জয়গান
৩০তম আন্তর্জাতিক কলকাতা উৎসবে হ্যাটট্রিক করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বার ফিল্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি। আর সেখানেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডরের মুখে মমতাস্তুতি। বক্তৃতাতর শুরুতেই মহারাজ বললেন, “দিদি সবার খেয়াল রাখে।”এদিন কিফ-এর উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স ট্রুপের পারফরম্যান্স দিয়ে। মুখ্যমন্ত্রীর লেখা গানেই নৃত্য পরিবশন করেন খ্যাতনামা নৃত্যশিল্পী তথা সৌরভঘরনি ডোনা। তার পরই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে প্রদীপ প্রজ্জ্বলন করে ফিল্মোৎসবের সূচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মহারাজকে সংবর্ধনা জানান। তাঁর সংক্ষিপ্ত ভাষণে একাধিকবার শোনা গেল মমতার আতিথেয়তার প্রশংসা। মঞ্চে দাঁড়িয়েই সৌরভ বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবারই তাঁর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উষ্ণতা আমাকে স্পর্শ করে। এই নিয়ে আমি তৃতীয়বার আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এলাম। দিদিকে অনেক ভালোবাসা। উনি সবার খেয়াল রাখেন। মঞ্চে উপবিষ্ট সকলের আলাদা করে যত্ন নেন, কে, কোথায় বসে আছেন? কিংবা তাঁদের ঠিকমতো সংবর্ধনা দেওয়া হল কিনা, সব দিকে নজর থাকে দিদির। আর এটাই প্রমাণ করে দেয় যে, ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে মমতাদি কী ভীষণভাবে জুড়ে রয়েছেন।”মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি এদিন আন্তর্জাতিক সিনেদুনিয়ার ব্যক্তিত্বদের সামনে বাংলা সিনেমার লিগ্যাসির কথাও মনে করিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন- বাংলা সিনেমার এই ত্রয়ীর সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচালকদেরও বাহবা জানান মহারাজ। তিনি মনে করিয়ে দেন, বাংলা ছবি কতটা সমৃদ্ধ করে দর্শকদের। তাঁর কথায়, “খেলা এবং সিনেমা- এই দুটোই তো মানুষকে বিনোদন দেয়। আর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশ্বের নানা ছবি দেখা যায়।” মঞ্চে উপস্থিত ফ্রান্স, আর্জেন্টিনা, ইরানের বিশিষ্ট সিনে ব্যক্তিদের কাছে তিলোত্তমার সৌন্দর্যের কথাও তুলে ধরলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ।প্রসঙ্গত, বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ৩০তম কলকাতা ফিল্মোৎসবের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজির সিংহভাগ টলিউড। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং।
TOP RELATED