Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কলকাতার ‘কল্পতরু’ মিচেল স্টার্ক, লখনউয়ের বিরুদ্ধে ‘হালখাতা’ KKR-র!

কলকাতার ‘কল্পতরু’ মিচেল স্টার্ক, লখনউয়ের বিরুদ্ধে ‘হালখাতা’ KKR-র!

Published on: Published on 2024-04-14 11:38 PM

Share on:

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, আইপিএল 2024:

লখনউ সুপার জায়ান্টস: ১৬১/৭ (রাহুল ৩৯, পুরান ৪৫, মিচেল স্টার্ক ২৮/৩)
কলকাতা নাইট রাইডার্স : ১৬২/২ (সল্ট* ৮৯, শ্রেয়স* ৩৮, মহসিন খান ২৯/২)
৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স।

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: পয়লা বৈশাখেই এল সুখবর। হালখাতা আর ম্যাচ জয়ের আনন্দে আত্মহারা বাঙালি। লখনউয়ের বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ের সাক্ষী রইলেন স্বয়ং কিং খান। শাহরুখের সামনেই দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিল কেকেআর (Kolkata Knight Riders)। নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটে ফিল্ট সল্টের কালবৈশাখী ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গেল লখনউ সুপার জায়ান্টস।

আজকের ম্যাচ সবদিক দিয়েই গুরুত্বপূর্ণ ছিল কলকাতার কাছে। লখনউকে হারানোর দুটো উদ্দেশ্য ছিল কেকেআরের। এক তো পয়েন্ট টেবিলে জায়গা ধরে রাখতে ম্যাচ জিততেই হত। সেই সাথে রেকর্ড ভাঙার জন্যেও লখনউকে হারাতেই হত। কারণ এর আগে আইপিএলে লখনউকে কখনই হারাতে পারেনি নাইটরা। ৩টি সাক্ষাতের প্রতিটিই হেরেছে। গত মরশুমে প্লে অফে উঠতে হলে শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জিততেই হত রাসেলদের। কিন্তু মাত্র ১ রানে হেরে যায় তারা। সেই সমস্ত হিসেব নিকেশ মেলানোর জন্য বোধহয় পয়লা বৈশাখের দিনটাই বেছে নিয়েছিল নাইটরা।

এইদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। ইডেনে রাতের দিকে শিশিরের আশঙ্কা থাকে। স্বাভাবিক ভাবে লখনউকে আগে ব্যাট করতে পাঠালেন নাইট অধিনায়ক। আর প্রথম থেকেই তীব্র বোলিং আক্রমণে চাপে পড়ে গেলেন রাহুলরা। দ্রুত ফিরে গেলেন ডি কক (১০) আর দীপক হুডা (৮)। আগের ম্যাচে লখনউয়ের নায়ক আয়ুষ বাদোনিও (২৭ বলে ২৯) বেশি রান করতে পারলেন না। রাহুল কিছুটা লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা আর হলনা (২৭ বলে ৩৯)। শেষ দিকে নিকোলাস পুরানের (৪৫) ঝোড়ো ইনিংস না থাকলে ১৫০ রানের গণ্ডিও পেরনো হত না। এইদিন লখনউয়ের খেলা থামে মাত্র ১৬১ রানেই।

অন্যদিকে নববর্ষের দিনে যেন কলকাতার ‘কল্পতরু’ হয়ে উঠলেন মিচেল স্টার্ক (২৮/৩)। ২৫ কোটির ক্রিকেটারের ফর্ম নিয়ে নানা মন্তব্য ধেয়ে এসেছে। এমনকী তাঁকে বসিয়ে দেওয়ার দাবিও উঠেছিল। কিন্তু মেন্টর গম্ভীরের মগজাস্ত্রে অন্যরকম পরিকল্পনা ছিল। সঠিক দিনে, সঠিক সময়ে জ্বলে উঠলেন স্টার্ক ও সমস্ত সমালোচনার যোগ্য জবাব দিল তার বল। দুর্ধর্ষ ডেলিভারিতে বোল্ড করলেন আর্শাদ খানকে। শাহরুখ খানও উঠে দাঁড়ালেন দলের সবচেয়ে দামী বোলারের প্রশংসায়। ২৮ রানের বদলে ৩টি উইকেট নিয়ে আজকের ম্যাচ জেতানোর অন্যতম কারিগর তিনি। সেই সাথে যোগ্য সঙ্গ দিলেন কলকাতার ব্যাটাররাও। ৪৭ বলে ৮৯ রান করলেন ফিল সল্ট। বোলিং-র ক্ষেত্রেও লখনউয়ের বোলিংয়ে ময়ঙ্ক যাদবের অভাব বার বার বোঝা গেল।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, রাতের ইডেনে রান ওঠানো অনেকটাই সহজ। আর এইদিন টসে জিতে সেটারই পূর্ণ ফায়দা নিয়েছেন শ্রেয়াস আইয়ার। লখনউ এদিন মাঠে নেমেছিল সবুজ-মেরুন জার্সি পরে। কিন্তু ইডেনের ম্যাচ শেষ হওয়ার আগেই গোটা স্টেডিয়াম জুড়ে জ্বলে উঠল ফ্ল্যাশলাইটের আলো। বিন্দু-বিন্দু আলোতেই মোহময়ী রূপে ধরা দিল পয়লা বৈশাখের ইডেন। সঙ্গে তো কিং খানের নিজস্ব দ্যুতি ছিলই। আইপিএলে প্রথমবার লখনউয়ের বিরুদ্ধে জিতে তৈরি করলেন নতুন ইতিহাস। নববর্ষের সন্ধ্যার হালখাতায় ২ পয়েন্ট জমা করেই মাঠ ছাড়ল নাইটরা।

TOP RELATED