Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বিশ্বের সবচেয়ে দামি পানীয় জল এটি

বিশ্বের সবচেয়ে দামি পানীয় জল এটি

Published on: Published on 2024-06-23 07:08 PM

Share on:

জল ছাড়া কারও বেঁচে থাকা সম্ভব নয়, তাই এর অপর নাম 'জীবন'। পৃথিবীর অধিকাংশ মানুষই মাটির তলা থেকে নলকূপের সাহায্যে সাধারণ জল পান করেন। যেখানে বিশ্বের কোটিপতিরা নামি দামি কো ম্পা নির জলে গলা ভেজান। আজকাল বাজারে ১০-২০ টাকা দামের জল পাওয়া যায়। তবে এই প্রতিবেদনে এমন একটি জলের বোতলের কথা বলা হয়েছে, যার দাম শুনলে অবাক হতে পারেন।


জানা গেছে, বিশ্বের সবথেকে দামী জলের নাম 'অ্যাকোয়া দি ক্রিস্তালো ট্রিবুতো আ মোদিগিলানি'। ২০১০ সালে বিশ্বের সবচেয়ে দামি জল হিসেবে এটি গিনিস বুকে জায়গা করে নেয়। জলটির প্যাকেজে লেখা থাকে আকাশছোঁয়া দামে রহস্য। ৭৫০ মিলিলিটার বোতল তৈরি হয়েছে ২৪ ক্যারেটের খাঁটি সোনায়। যা ভারতীয় মুদ্রা এর দাম ৪৫ লক্ষ টাকারও বেশি। শুধুমাত্র ধনকুবেররাই এই জলে তেষ্টা মেটাতে পারেন।


দাবি করা হয়েছে, এই জলটিতে ২৪ ক্যারেটের ৫ গ্রাম খাঁটি সোনা মেশানো থাকে। যার কারণে জলের ক্ষারকীয়ত্ব বৃদ্ধি পায় না। তাই বলা হয়, প্রতি বোতলে বিশ্বের তিনটি জায়গা থেকে জল ভরা হয়। এই তিনটি অংশের উৎস হল ফ্রান্সের বিশেষ একটি ঝর্ণা, ফিজির একটি বিশেষ প্রস্রবণ এবং তৃতীয় উৎস হল আইসল্যান্ডের হিমবাহ।


এক দশকেরও বেশি সময় আগে অ্যাকোয়া দি ক্রিস্তালো ট্রিবুতো আ মোদিগিলানি জলটি নিলামে বিক্রি হয়েছিল ৪৯ লক্ষ টাকারও বেশি দামে। এই জলের বোতল ডিজাইন করেছেন ফার্নান্দো আলতামিরানো। তার এই নকশা তৈরি বোতলেই থাকে মহার্ঘ পানীয় জল। এছাড়াও আরো একটি বহু মূল্য পানীয় জাপানের কোনা নিগারি।


জাপানী কো ম্পা নির এই বিশেষ জলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ফিট গভীর থেকে সংগ্রহ করা হয়, যা খনিজ সমৃদ্ধ। বলা হয় এতে এমন কিছু খনিজ আছে যা ওজন কমাতে সাহায্য করে। কোনা নিগারি র ৭৫০ মিলিটারের বোতলের দাম ৪০২ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার টাকা। এর ১ লিটার বোতলের দাম ৪৪ হাজার টাকা। গভীর সমুদ্র থাকা ইলেক্ট্রোলাইটসে সমৃদ্ধ এই পানীয়।

TOP RELATED