Last Update
একই দিনে পর পর দুইবার মেট্রো বিভ্রাট, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: মঙ্গলবার একই দিনে পর পর দুইবার মেট্রো বিভ্রাট, ভোগান্তির শিকার হল যাত্রীরা। প্রথমে সকালে ও পরে বিকেলে মেট্রো বিভ্রাটের শিকার হন আমজনতা। ঘটনার জেরে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের।
মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় গড়িয়াগামী মেট্রো শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে। আজ বেলা সাড়ে 11টা নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে পৌঁছে ডাউন লাইনের একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷ এর ফলে সেখানেই মেট্রোটি বন্ধ হয়ে যায় এবং রেকটিকে পরে কোনওমতেই চালু করা সম্ভব হচ্ছিল না। কোচ নম্বর 3201 সমস্যা দেখা দিয়েছিল। তাই ঘোষণার মাধ্যমে রেকটি খালি করে দিতে বলা হয়৷ পাশাপাশি বারবার ঘোষণা করা হয় যাতে ডাউন লাইনে সেই মুহূর্তে আর যেন কোনও বুকিং নেওয়া না হয়। এরপরে গোলযোগ দেখা দেওয়া রেকটিকে লাইন থেকে কোনমতে সরিয়ে নিয়ে যাওয়া হয়12টা 18 মিনিট থেকে ডাউন লাইনে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে।
একদিকে দুপুরবেলার তীব্র রোদ ও গরম, তার মধ্যে অফিসের সময়৷ সপ্তাহের প্রথম দিকেই এই ধরনের বড়সর সমস্যার জন্য চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের। কারণ শহর কলকাতার লাইফ লাইন মেট্রো৷ লক্ষাধিক লোক মেট্রোর উপর নির্ভরশীল৷ যদি দিনের সবচেয়ে ব্যস্ত সময় এভাবে মেট্রো বিভ্রাট দেখা দেয় স্বাভাবিকভাবেই দুর্ভোগ পোহাতে হয় নিত্য যাত্রীদের।
কিন্তু এখানেই শেষ হয়নি। সকালের পর বিকেলে ফবন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। ঘড়ির কাঁটায় বিকেল ৪ টে বেজে ৪০ মিনিট। আচমকাই মহানায়ক উত্তম কুমার স্টেশনের পিলারের ভায়াডাক্টে আগুন দেখা যায়। স্বাভাবিকভাবেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। ৪ টে ৪০ থেকে বন্ধ মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। তবে দক্ষিণশ্বরের দিকে স্বাভাবিক ছিল পরিষেবা। বিকেলে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়া প্রবল ভোগান্তির শিকার হন অফিস ফেরত যাত্রীরা। দীর্ঘক্ষণ পর সন্ধে ৭ টা বেজে ৫ মিনিট নাগাদ আবার স্বাভাবিক হয়ে যায় পরিষেবা।
TOP RELATED