Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! রাত এগারোটাতেও মিলবে পরিষেবা।

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! রাত এগারোটাতেও মিলবে পরিষেবা।

Published on: Published on 2024-05-24 06:37 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: নিত্য মেট্রো যাত্রীদের জন্য বড়ো খবর। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, শেষ মেট্রো রাত ১০টায়, সেই সময়সীমা আরও একটু বাড়ালে সাধারণ মানুষের অনেক উপকার হয়। অবশেষে কলকাতাবাসীর জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ। এখন থেকে রাত ১১টাতেও মিলবে মেট্রো। শুক্রবার অর্থাৎ আজ থেকে পরীক্ষামূলক ভাবে চালু হচ্ছে এই বিশেষ মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র শুক্রবার এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আপাতত ব্লু লাইনে শুক্রবার অর্থাৎ ২৪ মে থেকে রাতে পরীক্ষামূলকভাবে এই বিশেষ মেট্রো চালানো হবে। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন একদিকে কবি সুভাষ থেকে ও অন্যদিকে দমদম স্টেশন থেকে এই শেষ মেট্রো রাত ১১ টায় ছাড়বে। অর্থাৎ ব্লু লাইনের আপ ও ডাউন লাইনে চলবে এই মেট্রো। যাত্রাপথে এই বিশেষ মেট্রো থামবে সব স্টেশনেই। টিকিট পেতেও কোনো অসুবিধা হবে না। প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। টোকেন ও স্মার্ট কার্ড পাওয়া যাবে সেখানে। আপাতত পরীক্ষামূলকভাবে চললেও শীঘ্রই পুরদমে এই মেট্রো চালু করা হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, শেষ মেট্রোর সময় বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। অফিসযাত্রীদের কথা মাথায় রেখে রাতেও মেট্রো পরিষেবা চালুর আর্জি জানিয়ে এই মামলা হয় উচ্চ আদালতে। আবেদনকারীর আর্জি শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘এটি খুবই প্রয়োজনীয় আবেদন। যাত্রীদের কথা চিন্তা মেট্রোকে এ নিয়ে বিবেচনা করতে হবে।’’ মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না। কিন্তু দেশের অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়। সাধারণ মানুষের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না, তা বিবেচনা করে দেখতে বলেছিলেন প্রধান বিচারপতি। সিদ্ধান্তের কথা হাইকোর্টেও জানাতে বলা হয়েছিল।

TOP RELATED