Last Update
কুণাল ঘোষ এবার ফের শোরগোল ফেলে দিলেন
এবার প্রতিবাদ করতে যাওয়া মানুষের দুটি ছবি সামনে এনে কটাক্ষের ট্যুইট করলেন কুণাল ঘোষ।
তিনি বলেছেন, "আরজিকর কান্ডে বিচার চাইতে যুবভারতীতে। চোখে মুখে উদ্বেগ। চিন্তা। অশ্রু। তৃণমূল খুব খারাপ। শুধু আমাদের কমরেডদের অধিকার গভীর শোকপ্রকাশ করে ভেঙে পড়ার। আমরাই বিপ্লবী।
আর হ্যাঁ, প্রতিবাদটা অরাজনৈতিক"।
কুণাল ঘোষের এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
TOP RELATED