Last Update
সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন! বিঘ্নিত হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: সাত সকালে চরম দুর্ভোগ। লিলুয়া ও হাওড়ার মাঝে লাইনচ্যুত ডাউন শেওড়াফুলি লোকাল। ঘটনার জেরে হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ফলস্বরূপ নিত্য যাত্রীদের ব্যাপক ভোগান্তি। তবে ট্রেনটি ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি।
রেমালের জেরে সোমবারই শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিলের খবর এসেছিল। যার জেরে প্রবল সমস্যায় পরে যাত্রীরা। সেই দুর্ভোগের ছবি মঙ্গলবারও অব্যাহত। অফিস টাইমে ফের ট্রেন বিভ্রাট। সকালবেলাই খবর আসছে পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত হয়েছে পরিষেবা। একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে একটি ফাঁকা লোকাল ট্রেনটি আসছিল হাওড়ার উদ্দেশ্যে। লিলুয়া স্টেশনের কাছে সকাল ৭ টা বেজে ১০ মিনিট নাগাদ আচমকাই ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটি ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে যাওয়ার সময়ই ঘটে যায় বিপত্তি। স্বাভাবিকভাবেই ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর হাওড়া থেকে অ্যক্সিডেন্ট রিলিফ ট্রেন ডেকে পাঠান হয়। অন্যদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরাও। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র বলেন, ‘শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে, এবং ট্রেনটি কেন লাইনচ্যুত হল তা খুঁজে বের করতে একটি বিস্তারিত তদন্তও করা হবে। যাত্রী ও রেল কর্মীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
TOP RELATED