Last Update
কার দখলে এবারের সিংহাসন? কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার?
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল দেশের ১৮তম লোকসভা নির্বাচন। আজ ১ জুন। প্রায় দেড় মাস ধরে দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাত দফায় ভোটগ্রহণ চলেছে। ইভিএমে বন্দি হয়েছে জনতা জনার্দনের রায়। তবে এবার পালা ভোটগণনার। গণনার আগে ফলাফলের আভাস মিলবে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায়। এর ফলে কোন দলের পাল্লা ভারী, তার একটা পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। ‘এক্সিট পোলের ইতিহাস’ সংক্রান্ত বই অনুযায়ী, ‘দ্য ইন্সটিটিউট অফ পাবলিক ওপিনিয়ন’ প্রথমবার ১৯৫৭ সালে বুথ ফেরত সমীক্ষা করেছিল। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও মিলতে পারে।
এক্সপ্রেস কলকাতার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলার ৪২ টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৩ টি আসন। বিজেপি পেতে পারে ১৭ টি আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২ টি আসন। শতাংশের হিসাবে তৃণমূল ৪২.৫ শতাংশ, বিজেপি ৪৩.৭৬ শতাংশ, বাম-কংগ্রেস জোট ৮.৮ শতাংশ ও অন্যান্যরা ৪.৯৪ শতাংশ ভোট পেতে চলেছে। পাশাপাশি দেশের ৫৪৩ টি আসনের মধ্যে সম্ভাব্য এনডিএ জোট পেতে পারে ৩৫৫ টি আসন, ইন্ডি জোট পেতে পারে ১৫৩ টি আসন, অন্যান্যরা পেতে পারে ৩৫ টি আসন।তবে এই সমীক্ষার সত্যতা বোঝা যাবে ৪ জুন, ভোটগণনা ও ফলপ্রকাশের পর।
TOP RELATED