রাত পোহালেই ষষ্ঠ দফার নির্বাচন! সাথে ভাগ্যপরীক্ষা একঝাঁক হেভিওয়েটের! বাংলার ভোটচিত্র একনজরে…
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন। আগামীকাল রাজ্যের আটটি কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচন সংগঠিত হতে চলেছে। বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম – এই ৮টি কেন্দ্রের ভোট। নির্বাচন কমিশনের তরফে অশান্তি রুখতে বাড়তি নজরদারি রয়েছে। ইতিমধ্যে এই আটটি কেন্দ্রের জন্য ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার ব্যবস্থা রাখা হয়েছে। থাকছে অন্যান্য অত্যাধুনিক নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ।
শনিবার বাংলা ছাড়া ভোট হচ্ছে বিহার (৮), হরিয়ানা (১০), ঝাড়খণ্ড (৪), ওড়িশা (৬), উত্তরপ্রদেশ (১৪), দিল্লি (৭) ও কাশ্মীরে (১)। এর মধ্যে কাশ্মীরের অনন্তনাগ আসনটিতে ভোট আগেই হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য ভোট পিছিয়ে ষষ্ঠ দফায় করা হয়। তবে প্রত্যেক দফার মতো এই দফাতেও নজর থাকবে হেভিওয়েট প্রার্থীদের উপর।
এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। যার মধ্যে রয়েছেন বাংলার একঝাঁক তারকা। নজর থাকবে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) দিকে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নির্বাচনের আগে যোগ দিয়েছেন বিজেপিতে। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে তাঁর লড়াই। এছাড়াও রয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব (Dev)। টানা তিনবার সাংসদ হওয়ার দৌড়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণ। এছাড়াও মেদিনীপুরে অভিনেত্রী জুন মালিয়া বনাম ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের লড়াই হবে ষষ্ঠ দফার ভোটে। কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও এই দফার অন্যতম হেভিওয়েট প্রার্থী।
বর্তমানে রাজ্যেজুড়ে রয়েছে ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে আগামীকাল ষষ্ঠ দফা নির্বাচনে ৮ টি লোকসভা আসনের নির্বাচনের জন্য কাজে লাগানো হবে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। বাকি কোম্পানি থাকবে স্ট্রং রুমে নিরাপত্তায় এবং বাকি জেলায়। এর মধ্যে বাঁকুড়াতে থাকবে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ঝাড়গ্রামে থাকবে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব মেদিনীপুর ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রে বাহিনী এবং পুরুলিয়া জেলায় ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এদিকে ৮টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ২৯,৪৬৮ জন। এর মধ্যে বাঁকুড়ায় ৬৫২১, ঝাড়গ্রাম ২৪৩৬ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৯০১জন, পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৪ জন, পূর্ব বর্ধমান জেলায় ৭৪৩২ জন, পুরুলিয়া জেলায় ৫৪৬৪ জন।