Last Update
কে বসবে এবার সিংহাসনে? কোন আসনে কত ভোট পড়ল?
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: শুরু হলো বহু প্রতীক্ষিত সিংহাসন দখলের লড়াই! ১৮তম লোকসভা নির্বাচন। কে বসবে এবার দেশের মসনদে? প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদীর হ্যাটট্রিক নাকি এবার আসবে নতুন মুখ? দেড় মাসের লড়াই শেষে মিলবে সেই উত্তর।
গণতন্ত্রকে মজবুত করতে সকলে ভোটদান করুন। ভোট দান করা আপনার গণতান্ত্রিক অধিকার। গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হল শুক্রবার। মোট ১০২ আসনে ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায়। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের তিন আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রও। সাত দফার মধ্যে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে।
কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট বুথ ২০৪৩। তারমধ্যে স্পর্শকাতর বুথ ১৯৬।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৮৬৭। তারমধ্যে স্পর্শকাতর বুথ ১৫৯।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৯০৪। তারমধ্যে স্পর্শকাতর বুথ ৩৯১।
বিকেল ৫ টা পর্যন্ত কোন আসনে কত ভোট? জেনে নিন বিস্তারিত…
বিকেল ৫টা পর্যন্ত হিসেবে এগিয়ে বাংলা।
বাংলা ৭৭.৫৭
ত্রিপুরা ৭৬.১০
পুডুচেরি ৭২.৮৪
অসম ৭০.৭৭
মেঘালয় ৬৯.৯১
মনিপুর ৬৮.৩১
সিকিম ৬৮.০৬
জম্মু ও কাশ্মীর ৬৫.০৮
ছত্তিশগড় ৬৩.৪১
অরুণাচল প্রদেশ ৬৩.২৭
মধ্যপ্রদেশ ৬৩.২৫
তামিলনাড়ু ৬২.০৮
লাক্ষাদ্বীপ ৫৯.০২
উত্তর প্রদেশ ৫৭.৫৪
আন্দামান ৫৬.৮৭
নাগাল্যান্ড ৫৫.৮৫
মহারাষ্ট্র ৫৪.৮৫
উত্তরাখান্ড ৫৩.৫৬
মিজোরাম ৫২.৭৩
রাজস্থান ৫০.২৭
বিহার ৪৬.৩২
উল্লেখ্য, বাংলার তিন কেন্দ্রেই ভোটের হার ৭৫ শতাংশের বেশি। বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়ল ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ৭৫.৩৩ শতাংশ এবং জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ। সব মিলিয়ে বাংলার তিন লোকসভা আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৭.৫৭ শতাংশ।
সব থেকে বেশি ভোট পড়েছে কোচবিহারের নাটাবাড়িতে। ৮২.১০ শতাংশ। সব থেকে কম আলিপুরদুয়ারের মাদারিহাটে। ৬৮.৬৭ শতাংশ।
প্রথম দফার শক্ত ঘাঁটিতেই সারাদিনে ৪২১টি অভিযোগ বিজেপির। কোচবিহার থেকে সবচেয়ে বেশি ৩০৩টি অভিযোগ বিজেপির। সাংবাদিক বৈঠকে কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি গেরুয়া শিবিরের।
TOP RELATED