Last Update
কলকাতায় ফের নোটের পাহাড়!
শহরে ফের নোটের পাহাড়! ইডির তল্লাশিতে বিপুল নগদের হদিশ মিলল লেক মার্কেটের এক ব্যবসায়ীর বাড়িতে। শুক্রবার সকালে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের দাবি, এখনও পর্যন্ত ৩ কোটি টাকা গোনা হয়েছে। এখনও নোট গোনা চলছে। গতকাল, বৃহস্পতিবার লটারি দুর্নীতি মামলায় লেক মার্কেট এবং মধ্যমগ্রাম সংলগ্ন মাইকেলনগর এলাকার দুই জায়গায় অভিযান চালায় ইডি। শুক্রবারও চলছে সেই অভিযান। সূত্রের দাবি, এদিন সকালে টাকা গোনার মেশিন নিয়ে লেক মার্কেটে প্রিন্স গোলাম মহম্মদ রোডের ওই বাড়িতে ঢোকেন ইডি আধিকারকিরা। ইতিমধ্যে ৩ কোটি টাকা গোনা হয়েছে বলে খবর। অন্যদিকে মধ্যমগ্রামেও টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, মাইকেল নগরের দোতলা বিল্ডিংয়ের পুরোটাই লটারি সংস্থার পূর্বাঞ্চলের গোডাউন এবং দপ্তর বলে খবর। তবে টাকা উদ্ধারের প্রসঙ্গে ইডির তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। সেই সূত্রে খরে দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। এর পর কলকাতায় হানা দেয় ইডি। পর পর দুদিন ম্যারাথন তল্লাশি চালাচ্ছে তারা। সেখান থেকে একাধিক নথিপত্র ছাড়াও টাকা উদ্ধার হয়েছে বলে খবর।
TOP RELATED