Last Update
'ইনকাম' কম বলে কথা শোনায় প্রেমিকা?
আমাদের মন তো এত হিসেব করে সবসময় চলে না। তাই অনেকসময় এহেন বুদ্ধিমতি মহিলারা এমন পুরুষের সঙ্গে মন দেওয়া-নেওয়া করে ফেলেন, যাঁর আয় খুব একটা বেশি নয়। আর এই ভুলটা করে ফেলার পরই তাঁদের সঙ্গী হয় মানসিক অস্থিরতা। তারপর এনারা নিজের বয়ফ্রেন্ডকে ‘উপার্জন’ নিয়ে খোঁটা দিতে শুরু করেন। আর প্রেমিকার মুখে এমনতর কথাবার্তা শুনে প্রেমিকের হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারপর তাঁরা ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন।
সংসার চালাতে গেলে একটা বিরাট অংকের টাকা আয় করতেই হবে। নইলে যে সারাজীবন শুধু অর্থের কথা চিন্তা করতে করতেই জীবন কাটিয়ে দেবেন। আর এই বিষয়টা আজকালকার নারীরা খুব ভালো মতো বোঝেন। সেই কারণেই তাঁরা এমন পুরুষ মানুষকে বিয়ে করতে চান যাঁর রোজগার যথেষ্ট ভালো।তাই পরিস্থিতি এতটা জটিল দিকে যাওয়ার আগেই প্রেমিকার ভাবনাচিন্তা বদলে ফেলার কাজে লেগে পড়ুন। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে এই নিবন্ধে উল্লেখিত কয়েকটি টিপস।

1) সম্পর্কে পয়সাই সব নয়। তাই আপনার প্রেমিকা যদি খারাপ-ভালো সব কথা ভুলে শুধু আপনার টাকা নিয়ে চিন্তিত হন, তাহলে একবার নিজের সম্পর্কের দিকে ফিরে তাকান। কারণ এমন মহিলার সঙ্গে আগামী দিনগুলি কাটানো কিন্তু খুব একটা সহজ হবে না। এমনকী ভবিষ্যতে এই ধরনের সমস্যা আরও বাড়বে বই কমবে না। তাই আর দেরি না করে এই বিষয়টা নিয়ে ভাবুন।
2)প্রেমিকা কোনও ভুল কথা বলছেন না। বরং তাঁর কথায় রয়েছে দম। তাই এবার থেকে তিনি যদি আপনাকে আয় বাড়ানোর কথা বলেন, তাহলে তাঁকে অন্তত আশ্বাস দিন যে আপনি সেই কাজে ইতিমধ্যেই লেগে পড়েছেন। আশা করছি, আপনার মুখ থেকে এই সামান্য কথাটুকু শোনার পরই প্রেমিকার মনে বয়ে যাবে খুশির হাওয়া। তারপর তিনি আর আপনাকে এমন অপমানজনক কথা শোনাবেন না।
3) অনেক সময় মহিলাদের এহেন আচরণ পুরুষের মনে বিরাট আঘাত দেয়। এমনকী নিয়মিত এই ধরনের কথা শুনতে শুনতে অবসাদের ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ে বৈকি। তাই প্রেমিকার এই ধরনের নেতিবাচক কথা শুনে মনের ভার বাড়লে আর সময় নষ্ট না করে তাঁর সঙ্গে কথা বলুন। আপনার কোথায় কোথায় খারাপ লাগছে তা বুঝিয়ে বলুন। আশা করছি, এই কাজটা সেরে ফেললেই তিনি নিজের মানসিকতা বদলে ফেলবেন।

4) একদিনে কোনও সাম্রাজ্য তৈরি করা সম্ভব নয়। বরং আপনাকে দিনের পর দিন ধরে নিজের অর্থনৈতিক অবস্থা পাল্টানোর চেষ্টা করতে হবে। আর এই বিষয়টা নিজের প্রেমিকাকেও জানিয়ে রাখা দরকার। তাই আজই তাঁর কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিন। আর সেই সময়ের মধ্যে যে আপনি নিজের অর্থনৈতিক অবস্থা একদম বদলে ফেলতে পারবেন, এটাও জানিয়ে রাখুন। তাহলেই দেখবেন প্রেমিকা আর এইসব বিষয় নিয়ে বেশি কথা বাড়াবেন না।
5) কথা দিলে তা রাখতে হবে। নইলে যে সারাজীবন প্রেমিকার কাছে মুখ লুকিয়েই চলবেন। তাই তাঁকে কথা দেওয়ার পর আজই নিজের সঙ্গে বসে পড়ুন। তারপর বোঝার চেষ্টা করুন যে ঠিক কোন কোন কাজ করলে আপনার আয় এই বছর বাড়াতে পারবেন। তারপর একটা পরিকল্পনা ছকে নিয়ে শুরু করে দিন কাজ। আশা করছি, আপনার কর্ম তৎপরতা দেখলে প্রেমিকা আর টাকা-পয়সা নিয়ে কথা বলবেন না।
TOP RELATED